কচ্ছপিয়ার বিশিষ্ট আলেম শফিকুর রহমান আর নেই : জানাজায় মানুষের ঢল

হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার জেলার বিশিষ্ট আলেম ও ঐতিহ্যবাহী গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা শফিকুর রহমান আর নেই। তিনি সোমবার রাত ১২টা ২০ মিনিটের দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ির দক্ষিণ কুলস্থ নিজ বসতঘরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)।
প্রবীণ এই আলেমেদ্বীনের ইন্তেকালের খবর মুহুর্তে ছড়িয়ে পড়লে পুরো জেলার আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শফিকুর রহমানকে শেষ বারের মত এক নজরে দেখতে মঙ্গলবার সকালে বান্দরবান, সাতকানিয়া এবং চকরিয়াসহ বিভিন্ন স্থান থেকে সহকর্মী, ছাত্র-ছাত্রী ও আত্মীয়-স্বজনের ঢল নামে। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল প্রায় ১১০ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৩টা ১৯ মিনিটের দিকে দোছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আইয়ুব। এসময় হাজারো তৌহিদি জনতার ঢল নামে।
এর আগে হাফেজ মো. মোতাহেরুল হকের পরিচালনায় শফিকুর রহমানের জীবনি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বান্দরবান জজ কোর্টের পিপি ড. মোহাম্মদ মহিউদ্দিন, হাসেমিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল্লাহ নোমান, নাইক্ষ্যংছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান,
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাওলানা মো. তৈয়ব, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান মাওলানা মোক্তার আহমদ, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহ-সুপার মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা রেজাউল করিম আরমান, রুমখাপালং আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ প্রমূখ।
উল্লেখ্য, রামু উপজেলার শীর্ষ আলেম শফিকুর রহমান ১৯৫২ সালে গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে সফলতার সাথে প্রায় ৪৩ বছর ধরে এতদঅঞ্চলে শিক্ষার আলো ছড়িয়েছে। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা জীবন থেকে অবসর নেন। তিনি সমাজ জীবনে ইসলাম প্রতিষ্টা করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছেন।
শোক প্রকাশ
জেলার বিশিষ্ট আলেম ও ঐতিহ্যবাহী গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা শফিকুর রহমানের ইন্তেকালে পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের সুশীল সমাজের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, বিজ্ঞ আলেম মাওলানা শফিকুর রহমান ছিলেন এতদঅঞ্চলের আলোর দিশারী। উনার হাত ধরে অনেকেই আজ প্রতিষ্টিত হয়েছেন। এ মৃত্যুতে এলাকার অপরুনীয় ক্ষতি সাধন হয়েছে।
বিবৃতিদাতারা হলেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোলতান আহমদ চৌধুরী, কচ্ছপিয়া আইডিয়াল কে.জি স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইদ্রিস সিকদার, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হাবিব উল্লাহ চৌধুরী, বিদ্যলয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু,
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব আহমদ, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউডিসি সমন্বয় সমিতির কক্সবাজার জেলা সভাপতি মো.মিজানুর রহমান, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু আয়ুব আনছারি, যুবনেতা কামরুল আহসান সোহেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন সিকদার, ফাক্রিকাটা সমাজ কমিটির উপদেষ্টা মাওলানা আবু তাহের, মাষ্টার নুরুল হক, ফরিদুল আলম, আবুল ফজল, এম.সেলিম উল্লাহ প্রমূখ।


শেয়ার করুন