কক্সবাজার সেন্ট্রাল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘শহিদুল আলম বাহাদুর বললেন, নৈতিক শিক্ষাই পারে সুশিক্ষিত, সুন্দর মানুষ উপহার দিতে’

10942493_10205768385225932_90625132সিটিএন রিপোর্ট :

কক্সবাজার শহরের টেকপাড়ায় প্রতিষ্টিত কক্সবাজার সেন্ট্রাল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল অধ্যক্ষ মমতাজুল ইসলামের সভাপত্তিতে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল আলম বাহদুর। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আনছার হোসেন।
প্রধান অতিথি অধ্যক্ষ শহিদুল আলম বাহাদুর বলেন, ‘আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যত। তাই তথ্য প্রযুক্তির বিশ্বায়নে শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে।’
তিনি মনে করেন, ‘একমাত্র নৈতিক শিক্ষাই পারে একটি সুশিক্ষিত, সুন্দর মানুষ উপহার দিতে।’

‘এ কারণেই নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন এই জনপ্রতিনিধি। তিনি বলেন, ‘শিশুদের শিক্ষার পাশাপাশি খেলাধূলারও সুযোগ করে দিতে হবে। শুধু পাঠ্য বই দিয়ে শিশুর বিকাশ হবে না, খেলাধূলা ও সামাজিক শিক্ষাতেই একটি শিশুর পূর্ণাঙ্গ মেধার বিকাশ হতে পারে।’

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আনছার হোসেন বলেন, ‘মুসলমানদের নিজস্ব সংস্কৃতি ও শিক্ষা রয়েছে। মুসলিম শিশুদের ইসলামের প্রাথমিক আদব কায়দা ও প্রয়োজনীয় দোয়া দরুদ প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষা নিতে হবে। নয়তো নৈতিক শিক্ষা দিয়েও শিশুদের সঠিক পথ ও নিজের সাংস্কৃতিক ঐতিহ্যে টিকিয়ে রাখা যাবে না।’
তিনি মনে করেন, যেহেতু ইসলামি শিক্ষার প্রাথমিক স্তর ‘মক্তব’ হারিয়ে যেতে বসেছে, তাই স্কুলেই সেই শিক্ষা দিতে হবে।’10952396_

এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক ও প্রকল্প পরিচালক (পিডি) ইসলাম মাহমুদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক কামরুল হাসান। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ উল্লাহ, আকতার হোসাইন, জিয়াউর রহমান।

শিক্ষক কামরুল হাসান মিনারের পরিচালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মো. একরামুল হক। এছাড়াও সামগ্রিক ভাবে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলের সহকারি শিক্ষক মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া সুলতানা ডলি, মোশাররফা সুলতানা জেমি ও কুলসুম আরা নোহা।
Central-Public-School-PICTU

উৎসবমুখর পরিবেশে ৮০টি ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলেন দেন অনুষ্টানের অতিথি, স্কুলের পরিচালকবৃন্দ ও স্কুল অধ্যক্ষ।


শেয়ার করুন