কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর একযুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী

8fb60ff7-81d6-4783-ae57-a4d423d960d3বার্তা পরিবেশক:

ঈদ-উল-ফিতরের ৩য় দিন শনিবার দুপুরে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও ‘‘কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট-এর একযুগ পূর্তি এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উদ্যাপন কমিটি-২০১৬” এর যৌথ উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এক আলোচনা সভা কক্সবাজার পলিটেকনিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ (চারশত) প্রাক্তন ছাত্র-ছাত্রী প্রকৌশলী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এত স্বতঃস্ফুর্ত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ কক্সবাজার পলিটেকনিকের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হলো। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু (কক্সবাজার-৩) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল.জি.ই.ডি, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জনাব আবুল মনজুর মোঃ সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র পলিটেকনিক ইনসিটটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব প্রকৌঃ প্রদীপ্ত খীসা। প্রধান অতিথি জনাব সাইমুম সরওয়ার কমল এই বহুল প্রতীক্ষিত মিলনমেলাকে স্বাগত জানিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন। বিশেষ অতিথি জনাব আবুল মনজুর মোঃ সাদেক প্রকৌশলীদের দেশ গড়ার কারিগর উল্লেখ করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি স্থানীয় ইউপি সদস্য জনাব কুদরত উল্লাহ সিকদার বিপদে-আপদে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ছাত্র-ছাত্রীদের সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থেকে দেশগড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠতে পরামর্শ দেন। আলোচনা সভা শুরুর পূর্বে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী পলিটেকনিক ক্যাম্পাস থেকে লিংক রোড হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসে। আলোচনা সভার পর প্রধান অতিথিকে সাথে নিয়ে বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের ফটোসেশন অনুষ্ঠিত হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, প্লেসমেন্ট সেলের জন্য ডাটা এন্ট্রি। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। প্রাক্তন ছাত্র-ছাত্রী প্রকৌশলীবৃন্দ আনন্দঘন, স্মৃতিকাতর ও স্মরণীয় সময় অতিবাহিত করে রাত ৯.০০ ঘটিকার সময় পরস্পর বিদায় নেন।


শেয়ার করুন