কক্সবাজার-টেকনাফ সড়ক বিচ্ছিন্ন: উখিয়ায় যাত্রীদের অসহনীয় দুর্ভোগ

শফিক আজাদ,উখিয়া:
দেশের সর্বদক্ষিUkhiya Pic 10-07-2015 (1)ণের পর্যটন সড়ক কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার রাজাপালং এলাকায় লবণবোঝাই একটি ট্রাক সহ ব্রিটিশ আমলে নির্মিত একটি ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। ফলে সড়কের উভয় পার্শ্বে যাত্রী ও পণ্যবাহী সহ অসংখ্য যানবাহন আটকা পড়ে যায়। রমজানের এ সময়ে দুরপাল্লার মহিলা যাত্রী, শিশু ও বয়োবৃদ্ধ লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। সড়ক ও জনপদ বিভাগের লোকজন ধ্বসে পড়া ব্রিজটি দ্রুত সংস্কার করে যানবাহন চলাচল সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে কর্মরত সওজ বিভাগের লোকজন জানান, শনিবার থেকে যানবাহন চলাচল স্বাভাবিক করার লক্ষ্যমাত্রা নিয়ে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামমুখী একটি লবণ বোঝাই ট্রাক উখিয়ার রাজাপালং এলাকায় পুরনো জরাজীর্ণ ব্রিজে উঠলে বিকট শব্দে ব্রিজের মাঝখানে ভেঙ্গে দুই টুকরা হয়ে ধ্বসে পড়ে যায়। এতে লবণ বোঝাই ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকা পড়ে উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ঘটনা কবলিত সুচতুর লবণ ও ট্রাক মালিক বৃহস্পতিবার রাতেই লবণগুলো আনলোড করে ট্রাকটি ক্র্যাকডাউন দিয়ে সরিয়ে নেয়। গতকাল শুক্রবার সকাল থেকে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা জরুরীভাবে বিধ্বস্ত ব্রিজটি মেরামত করে যানবাহন চলাচল উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধ্বসে পড়া ব্রিজের উভয় পাশ দিয়ে আটকা পড়া অসংখ্য যাত্রী চরম দূর্ভোগ মাথায় নিয়ে চলাচল করছে। সড়ক ও জনপদ বিভাগের কক্সবাজার নির্বাহী প্রকৌশলী আর,পি বড়–য়া বলেন, ১৯৫২ সালের দিকে নির্মিত পুরনো জরাজীর্ণ এ ব্রিজটি নতুনভাবে পূণ:নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র গৃহীত হয়েছে। কিন্তু বর্ষার কারণে এটির নির্মাণ কাজ শুরু করা যায়নি। বৃহস্পতিবার রাতে একটি লবণ বোঝাই ট্রাকসহ ব্রিজটি ধ্বসে পড়ে। গতকাল শুক্রবার সকাল থেকে ব্রিজটি সংস্কার করে যানবাহন ও জনচলাচলের উপযোগী করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে দ্রুত ধ্বসে পড়া ব্রিজটি সংস্কার করে চলাচল উপযোগী করে তোলার জন্য চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।


শেয়ার করুন