কক্সবাজারে হবে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প 

ইসলাম মাহমুদঃ

দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প হবে কক্সবাজারে। সদর উপজেলার খুরুস্কুল এলাকার এই প্রকল্প থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুল এলাকায় দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সব কাজ শেষে বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বায়ু বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অভিজ্ঞতা না থাকলেও এখানে আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব শীগ্রই এই প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের টারবাইনগুলো খুরুস্কুল পিএমখালী চৌফলদন্ডী ইউনিয়নে নির্মান করা শুরু হয়েছে।


শেয়ার করুন