কক্সবাজারে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

13718635_1003666076413155_5993002077385319639_nমোঃ আবছার কবির আকাশ :
কক্সবাজারে শুরু হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা।
২৪ জুলাই রবিবার শহরের অভিজাত হোটেল কক্সটুডে’র সম্মেলন কক্ষে সকালে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

উপস্থিত আছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত আছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ।
সভায় মত বিনিময় করেন- প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, সাংবাদিক ইউনিয়নের কক্সবাজার জেলা সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা হোটেল মোটেল ঐক্য জোটের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা।


শেয়ার করুন