কক্সবাজারে ‘নদীর জন্য সমাবেশ’

fb_img_1488563977268কক্সবাজারে ‘নদীর জন্য সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নদী পরিব্রাজ দল ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে শহরের গোদার পাড়াস্থ বাঁকখালী নদীর তীরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল।
বাঁকখালী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি আজাদ মনছুরের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের প্রটেক্ট এরিয়ার প্ল্যানার ড. আনিসুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মনির হোসেন, দৈনিক আপনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও রাজনীতিবীদ আলহাজ্ব রুহুল আমিন সিকদার, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন সিকদার।
বাঁকখালী বাঁচাও আন্দোলনের সভাপতি ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল’র কেন্দ্রীয় সহ-সভাপতি সরওয়ার সাঈদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোদার পাড়ার বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ ফশিউল আলম, প্রবীণ শিক্ষক মোহাম্মদ, মোহাম্মদ কাদের, মাষ্টার মোহাম্মদ হোসেন, ডিসকভার কক্স’র প্রধান পরিচালক আবদুল্লাহ নয়ন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুহিন। সমাবেশে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।
বাঁকখালী প্রকল্পে দখলদার উচ্ছেদকরণ, দূষণরোধ, প্যারাবন রক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণের দাবীতে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য নদীপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন