সভাপতি মোস্তাক, সম্পাদক মুজিব

কক্সবাজার জেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠিত

কক্সবাজারে জেলা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠিত হয়েছে।
১৪৫ জন সদস্য কমিটিতে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীকে সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে রয়েছে- সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন, এডভোকেট আমজাদ হোসাইন, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাজী বশিরুল আলম, এডভোকেট বদিউল আলম সিকদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক পৌরসভা চেয়ারম্যান নুরুল আবছার, এডভোকেট আববাছ উদ্দিন চৌধুরী, অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, শাহ আলম চৌধুরী, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, মোহাম্মদ হোছাইন বি,এ, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট রনজিত দাশ, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহ জাহান।
আওয়ামীলীগের নেতৃত্বাধিন ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ২১ জুলাই গঠিত হয়।
২৩ জুলাই এই কমিটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী কমিটির সদস্য হিসাবে রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাবেক সাধারণন সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, আওয়ামী লীগ নেতা এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এডভোকেট হাবিবুর রহমান, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী (শিক্ষাবিদ), এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী (আইনজীবী প্রতিনিধি), এডভোকেট মোহাম্মদ ইসহাক (জি.পি), এডভোকেট মমতাজ আহমদ (পিপি), এডভোকেট আ,জ,ম মঈনুদ্দিন, আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মনিরুল আলম চৌধুরী, জাফর আলম বিএ (অর্নাস) এম, এ, অধ্যাপক মোহাম্মদ আলী (সাবেক এমপি), অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, এডভোকেট সোলতানুল আলম, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট আয়াছুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার বদিউল আলম, মাশেদুল হক রাশেদ, কানিজ ফাতেমা আহমদ, খালেদ মাহমুদ মিথুন, লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, ইঞ্জিনিয়ার কানন পাল, ডাঃ মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম বাবলা, কমর উদ্দিন আহমদ, মোঃ শফিক মিয়া (টেকনাফ সাবেক উপজেলা চেয়ারম্যান), সোহেল সরওয়ার কাজল, আবু তালেব, আবদুল খালেখ (সাবেক কমিশনার), রাশেদুল ইসলাম, প্রিয়তোষ শর্মা চন্দন, এইচকে আনোয়ার চেয়ারম্যান, আবুল হোসন চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান কন্ট্রাক্টর, শামশুল আলম (রামু), শফিউল আলম, (কুতুবদিয়া) মনজুর আলম সিকদার (সাবেক উপজেলা চেয়ারম্যান), আওরঙ্গজেব মাতাব্বর, অধ্যক্ষ ক্যাথিং অং (কলেজ শিক্ষক প্রতিনিধি), সৈয়দ আহমদ কুতুবী, এম. আজিজুর রহমান, রিয়াজুল আলম (উপজেলা চেয়ারম্যান), মাহমুদুল করিম (মাদু), গিয়াস উদ্দিন চৌধুরী (পেকুয়া), গিয়াস উদ্দিন চেয়ারম্যান, মাষ্টার নুরুল আজিম, জাহিদুল ইসলাম লিটু, হাজী মোহাম্মদ ইসলাম (মেয়র-টেকনাফ পৌরসভা), মাহবুবুর রহমান চৌধুরী (মেয়র-কক্সবাজার পৌরসভা), আলহাজ্ব মকসুদ মিয়া (মেয়র-মহেশখালী পৌরসভা), আলমগীর চৌধুরী (মেয়র-চকরিয়া পৌরসভা), আতিক উদ্দিন (চকরিয়া), জিয়া উদ্দিন জিয়া, নাজনীন সরওয়ার কাবেরী, আলহাজ্ব সোনা আলী, শফিকুর রহমান কোম্পানী, নজিবুল ইসলাম, উজ্জ্বল কর, মীর কাসেম হেলালী, আশরাফুল ইসলাম সজীব, নুরুল আজিম কনক, আবু তাহের আজাদ, হামিদা তাহের, মোহাম্মদ হোসেন মাসু (জাসদ), জাফর আলম (টেকনাফ উপজেলা চেয়ারম্যান), এম. এ মনজুর, নুরুল বশর (টেকনাফ), মোঃ ইউনুছ বাঙ্গালী, অধ্যক্ষ শাহ আলম চেয়ারম্যান, আবুল মনসুর চৌধুরী (উখিয়া), খোরশেদ আলম (সভাপতি-জেলা যুবলীগ), খোরশেদ আলম কুতুবী (যুবলীগ), এডভোকেট কামাল হোসাইন, মহসিন বাবুল, ফিরোজা আমজাদ, জামাল উদ্দিন জয়নাল, এডভোকেট আবদুর রউফ, এস, এম মুজিবুর রহমান (মাতারবাড়ী) নুসরাত জাহান মুন্নী, রশিদ আহমদ (কৃষকলীগ), আতিক উদ্দিন চৌধুরী (কৃষকলীগ), তোফায়েল আহমদ (সাংবাদিক প্রতিনিধি), আবু তাহের চৌধুরী (সাংবাদিক প্রতিনিধি), মুজিবুল ইসলাম (সাংবাদিক প্রতিনিধি), আবদুল কুদ্দুস রানা (সাংবাদিক প্রতিনিধি), প্রিয়তোষ পাল পিন্টু (সাংবাদিক প্রতিনিধি), মৌলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী (ইমাম সমিতির সভাপতি), মাওলানা সালাহ উদ্দিন মোঃ তারেক (ইমাম সমিতির সাধারণ সম্পাদক), মৌলানা নুরুল আলম সরকার (সভাপতি, জেলা ওলামা লীগ), ডক্টর নুরুল আবছার (মাদ্রাসা শিক্ষক), উম্মে কুলসুম মিনু, এডভোকেট তাপস রক্ষিত (সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি), এডভোকেট প্রতিভা দাশ (সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি), জাহেদ সরওয়ার সোহেল (বিটিভি প্রতিনিধি), মোহাম্মদ শরীফ বাদশা, রহিম উদ্দিন, কায়সারুল হক জুয়েল, জহিরুল ইসলাম, শফি উল্লাহ আনচারী, এডভোকেট অরূপ বড়–য়া তপু, সোহেল আহমদ বাহাদুর, বদরুল হাসান মিলকী, রশিদ আহমদ (হ্নীলা), খালেদা খানম (মহিলা ক্রীড়াবিদ ও সংগঠক), মিজানুর রহমান (চকরিয়া), হেলাল ্উদ্দিন কবির (কাউন্সিলর-কক্সবাজার পৌরসভা), হাজী মোহাম্মদ আজিম, এম, এ জহির (টেকনাফ), বখতিয়ার উদ্দিন (পেকুয়া), আমিনুর রশীদ দুলাল (চকরিয়া), কাজী মোসতাক আহমদ শামীম, ওয়ালিদ মিল্টন, ইসতিয়াক আহমদ জয় (সভাপতি-জেলা ছাত্রলীগ), ইমরুল হাসান রাশেদ (সাধারণ সম্পাদক-জেলা ছাত্রলীগ), এরশাদ সায়েম (ছাত্রলীগ প্রতিনিধি), জালাল উদ্দিন মিঠু (ছাত্রলীগ প্রতিনিধি), রফিকুল ইসলাম প্রিন্স, টিপু সুলতান (চেয়ারম্যান), জসিম উদ্দিন (চেয়ারম্যান) ও সেলিম উল্লাহ।
এছাড়া জেলার ৮ উপজেলা, দুই পৌরসভা ও একটি সাংগঠনিক উপজেলায়ও এসব কমিটি গঠন করা হয়। কমিটিতে গুলোতে নাম এসেছে মুক্তিযদ্ধের পক্ষের রাজনীতিক, জনপ্রতিনিধি, প্রকৌশলী, চিকিৎসক, বুদ্ধিজীবী, সুশিল সমাজ, সংস্কৃতিক কর্মী, পেশাজীবী, ছাত্র, নারী, যুবক, তরুণদের সমন্বয়ে ১ হাজার ২শ’ ৩৩ জনের। যাদের সার্বক্ষনিক সমন্ময় করবেন জেলা আওয়ামীলীগের নেতৃত্বাধিন ১৪ দল।


শেয়ার করুন