আফসানা ফেরদৌস হত্যার প্রতিবাদে

কক্সবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

FB_IMG_1471621234406প্রেস বিজ্ঞপ্তি :

ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়ন। শুক্রবার বিকেল ৫ টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল পৌরসভা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব বলেন, তনু, মিতু সহ অসংখ্য মানুষের বিচার না পাওয়ার যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আফসানা হত্যা সংগঠিত হয়েছে। হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন অবিলম্বে আফসানা ফেরদৌসের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে । তিনি আরো বলেন, সন্দেহভাজন ছাত্রলীগ তেজগাও কলেজের সাংগঠনিক সম্পাদক রবিন সহ যে সকল নাম্বার ফোন করেছে তাদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হলে এ হত্যার রহস্য বেরিয়ে আসবে। এছাড়া হত্যা রহস্য উদঘাটনে নির্মোহ তদন্ত পরিচালনা করতে হবে। তদন্ত নিয়ে কোনও ধরনের প্রহসন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মেনে নিবে না।ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাভেল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান, শয়ন কান্তি বিশ্বাস, রাহুল মহাজন, উত্তম মারমা, তনয় দাশ, একরামুল হক বাবু প্রমুখ।

 


শেয়ার করুন