কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট

DSC_0122এস এম আরোজ ফারুক : সেমিফাইনালে দিনাজপুর হাই স্কুল (রংপুর) ও ভিক্টোরিয়া হাই স্কুল (সিলেট)

যশোরের সম্মিলনী ইনস্টিটিউট স্কুলকে উড়িয়ে দিয়ে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের চূড়ান্ত পর্বের সেমিফাইনাল নিশ্চিত করেছে রংপুর প্রতিনিধি দিনাজপুর হাই স্কুল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গ্রাউন্ডে খুলনা বিভাগ চ্যাম্পিয়নদের ৮ উইকেটে হারিয়েছে দিনাজপুর হাই স্কুল।
ম্যাট উইকেটের বদলে চূড়ান্ত পর্বের ম্যাচ হচ্ছে আন্তর্জাতিক উইকেটে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে তাই শুরুতেই দিশেহারা হয়ে পড়ে যশোর সম্মিলনী ইনস্টিটিউটের ক্রিকেটাররা। বাঁ-হাতি স্পিনার রেজভি আহমেদ সজলের ভেল্কিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা বিভাগ চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন আহসান হাবিব ফাহিম আর শেষ দিকে ইমন ফরাজির ১৮ ছাড়া আর কেউ বলার মতো স্কোর পাননি। ৫৭ বল আগে ৮৮ রান তুলতেই সব উইকেট হারায় সম্মিলনী ইনস্টিটিউট। ১৯ রান খরচায় ৪ উইকেট তুলে নেন দিনাজপুর হাই স্কুলের রেজভী আহমেদ সজল। ৮৯ রানের মামুলি টার্গেট প্রায় ৩৮ ওভার হাতে রেখেই টপকে যায় রংপুর বিভাগীয় চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার রুপম নন্দী। ৩১ বলের ইনিংসে ছিলো ৫ বাউন্ডারি আর ২ ছক্কা। আর রিপন রায়ের ব্যাট থেকে আসে ১৮ রান। রাসিন হোসেন নিয়েছেন ১ উইকেট।
১ নম্বর গ্রাউন্ডে আম্পিয়ারের দায়িত্ব পালন করেন জাহেদুর রহমান শামীম ও শাহেদুল হাসান আলভি এবং স্কোরার ছিলেন রিয়াজ উদ্দিন সাজ্জাদ।

সংক্ষিপ্ত স্কোর:
সম্মিলনী ইনস্টিটিউট, যশোর (খুলনা বিভাগ চ্যাম্পিয়ন) ৮৮/১০ (৪০.৩ ওভার)
আহসান হাবিব ফাহিম ১৮
ইমন ফরাজি ১৮
রেজভী আহমেদ সজল ৪/১৯
দিনাজপুর হাই স্কুল, দিনাজপুর (রংপুর চ্যাম্পিয়ন) ৯১/২ (১২.৪ ওভার)
রুপম নন্দী ৩৯ (৩১)  ২*৬, ৫*৪
রিপন রায় ১৮ (১৮)    ২*৬, ১*৪
রাসিন হোসেন ১/৯
ফল: দিনাজপুর হাই স্কুল ৮ উইকেটে জয়ী

DSC_0193

সেমিফাইনালে মৌলভীবাজারের ভিক্টোরিয়া হাই স্কুল
এদিকে, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নক আউট পর্বের দ্বিতীয় ম্যাচে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিলেটের প্রতিনিধি মৌলভীবাজারের ভিক্টোরিয়া হাই স্কুল। মেহরাব হোসেন অপির ব্যাটিং দৃঢ়তায় শেষ আটের লড়াইয়ে বরিশাল চ্যাম্পিয়ন ৮২ রানে হারিয়েছে সিলেট প্রতিনিধিরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভিক্টোরিয়া হাই স্কুল। ৪৮.১ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মেহরাব হোসেন অপি। ১২৩ বলের ইনিংসে ১৪ বাউন্ডারি আর ১ ছক্কা হাঁকায় সিলেটের এই বাঁ-হাতি ব্যাটসম্যান। রোজা রেখে প্রায় ১২৩ মিনিট ক্রিজে ছিলেন এই ক্ষুদে ক্রিকেটার। জয়ন্তন দত্তর ব্যাট থেকে আসে ১৯ রান। পিরোজপুর টেকনিক্যাল হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ৩১ রানে ৩ উইকেট নেন শাহিন শেখ। জবাবে ৪৪ ওভারে ১০২ রান তুলতেই সব উইকেট হারায় বরিশাল চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ২৪ রান করেন সাজ্জাদুল আলম আর মোহাম্মদ ফয়সালের ব্যাট থেকে আসে ২০ রান। ১৮ রান খরচায় ৩ উইকেট নেয় ভিক্টোরিয়া হাই স্কুলের জামিল। ৮৩ রানের ইনিংসে ম্যাচ সেরা মেহরাব হোসেন অপি।
২ নম্বর গ্রাউন্ডে আম্পিয়ারের দায়িত্ব পালন করেন হারুন উর রশিদ ও নাজমুল হাসাস এবং স্কোরার ছিলেন শাহ নিয়াজ।
মেচ শেষে দুই মেচ সেরার হাতে পুরোস্কার তুলে দেন প্রাইম ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার শামীম আহমেদ এসময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক কক্সবাজার শাখার উদ্ধর্তন কর্মকর্তা শহীদুল ইসলাম ও বিসিবি কর্মকর্তা কামরুল হাসান।

সংক্ষিপ্ত স্কোর:
টস: ভিক্টোরিয়া হাই স্কুল, মৌলভীবাজার (সিলেট)
ভিক্টোরিয়া হাই স্কুল, মৌলভীবাজার (সিলেট)  ১৮৪ (৪৮.১ ওভার)
মেহরাব হোসেন অপি ৮৩ (১২৩) ১৪*৪, ১*৬
জয়ন্তন দত্ত ১৯ (১৭) ২*৪, ১*৬
শাহিন শেখ ৩/৩১
পিরোজপুর টেকনিক্যাল হাই স্কুল অ্যান্ড কলেজ (বরিশাল) ১০২ (৪৪ ওভার)
সাজ্জাদুল আলম ২৪
মোহাম্মদ ফয়সাল ২০
জামিল ৩/১৮
ফল: ভিক্টোরিয়া হাই স্কুল ৮২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মেহরাব হোসেন অপি (ভিক্টোরিয়া হাই স্কুল)


শেয়ার করুন