দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 

কক্সবাজারের ৪টি আসনে কে কত ভোট পেলেন

ইসলাম মাহমুদঃ

কক্সবাজার জেলার ৪টি আসনের মধ্যে বেসরকারি নির্বাচনী ফলাফলে ৩ টিতে নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছে। অন্যটিতে কল্যাণ পার্টি (আওয়ামী লীগের সমর্থন পাওয়া) প্রার্থী বিজয়ী হয়েছে। কক্সবাজার-২,৩,৪ আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হন। এছাড়া কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানান।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ১৫৮টি কেন্দ্রের মধ্যে ফলাফলে কল্যাণ পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (হাত ঘড়ি) প্রতিক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮১ হাজার ৯৫৫ ভোট। শতকরা ভোট পেয়েছেন ২৮.৯২%। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলম (ট্রাক) পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (হাতুড়ি) আবু মোহাম্মদ বশিরুল আলম ৫৩৭ ভোট, স্বতন্ত্র পার্টি (কলার ছড়ি) কমর উদ্দিন ১৮০ ভোট, স্বতন্ত্র (ঈগল) তানভির আহমদ ছিদ্দিকী তুহিন ২৪৪ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ৬৯১ ভোট ও জাতীয় পার্টির (লাঙ্গল) হোসনে আরা পেয়েছেন ৭৭৩ ভোট।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১১৮টি কেন্দ্রের মধ্যে ফলাফলে আওয়ামী লীগ মনোনীত আশেক উল্লাহ রফিক (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৭ হাজার ৬০৫ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৩৮.৯৪%। তার নিকটতম প্রতিদ্বন্বি বিএনএম এর প্রার্থী সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যান (নোঙ্গর) পেয়েছেন ৩৫ হাজার ৬১৩ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহবুবুল আলম (আম) ১৪৮ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোহাম্মদ খাইরুল আমিন একতারা (প্রতীক) ১৬০ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার) প্রতীকের মোহাম্মদ জিয়াউর রহমান ২২৪ ভোট ও ইসলামী ঐক্যজোট (মিনার) প্রতীকের মো: ইউনুছ ২৭৬ ভোট পেয়েছেন।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের ১৭৬টি ভোটকেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল (নৌকা) প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৯ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৩৯.৯৩%।
তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ (ঈগল) প্রতীক পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) প্রতীকের আব্দুল আউয়াল মামুন ৯৮৮ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের মোহাম্মদ ইব্রাহিম ২৬৮ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের মোহাম্মদ তারেক ১৩৭১ ভোট ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) এর কুড়েঘর প্রতীকের শামীম আহসান ভুলু পেয়েছেন ৫০৫ ভোট।
কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ) আসনের ১০৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত শাহিন আক্তার (নৌকা) প্রতীকের বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০ ভোট। শতকরা ভোট পেয়েছেন ৪৮.৯৮%। তার নিকটতম প্রতিদ্বন্বি স্বতন্ত্র নুরুল বশর (ঈগল) পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট। জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার (লাঙ্গল) প্রতীকের ১ হাজার ৭৫৮ ভোট, বাংলাদেশ পিপলস পার্টি এনপিপির (আম) প্রতীকের ফরিদ আলম ৩২৭ ভোট, তৃনমূল বিএনপি (সোনালী আঁশ) এর মুজিবুল হক মুজিব ২৪৬ ভোট, ইসলামী ঐক্যজোট আইওজে এর (মিনার) প্রতীকের মোহাম্মদ ওসমান গণি চৌধুরী ৮২৫ ভোট ও বাংলাদেশ কংক্রেস (ডাব) প্রতীকের মোহাম্মদ ইসমাঈল ২৪৭ ভোট পেয়েছেন।
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।


শেয়ার করুন