এশিয়া পাকিস্তানে হোটেলে অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু

পাকিস্তানের করাচি নগরীর রিজেন্ট প্লাজা হোটেলে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ভোররাতে আবাসিক ওই হোটেলে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরো ৩০ জন দগ্ধ হয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

দেশটির ইংরেজি দৈনিক ডনের খবরে বলা হয়েছে, শাহরাহ্‌ ই ফয়সাল এলাকায় হোটেলটির গ্রাউন্ড ফ্লোরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ছয়তলা ভবনে ছড়িয়ে পড়লে বহু অতিথি তাদের কক্ষে আটকা পড়েন।

তিন ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ১১ জনের মৃত্যু হয় বলে এধি ফাউন্ডেশনের ফয়সাল এধি জানান।

জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের প্রধান ড. সিমিন জামালি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অন্তত ৬৫ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদের মধ্যে হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে আহত অনেকে রয়েছেন, আবার অনেকে ছিটকে আসা কাচের আঘাতে আহত হয়েছেন। অতিথিদের একটি অংশ ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

ডা. জামালি জানান, হাসপাতালে ১০টি মৃতদেহ আনা হয়েছে, তাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। মৃত পুরুষদের মধ্যে দুই চিকিৎসকও রয়েছেন।

আগুনের কারণে অসুস্থ হয়ে পড়া দুই বিদেশি জীবিত আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। সকালের দিকেও কিছু লোক ওই হোটেলে আটকা পড়ে ছিলেন জানিয়ে ডন লিখেছে, তাদের উদ্ধারে কাজ চলছে।


শেয়ার করুন