এলো আইওএস ৮.২

বেশ কিছু কারিগরি ত্রুটির সমাধান করে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘আইওএস ৮.২’ এনেছে অ্যাপল। আইফোন, আইপ্যাড ও আইপড টাচের পাশাপাশি অ্যাপলের তৈরি স্মার্টঘড়িতেও এটি ব্যবহার করা যাবে। নতুন সংস্করণটিতে ‘হেলথ কিট’ অ্যাপের কার্যকারিতা আরো বাড়ানো হয়েছে। এটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা শরীরের তাপমাত্রা, রক্তের শর্করাসহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার সুযোগ পাবেন। অধিক তথ্য পর্যালোচনা করতে সক্ষম নতুন এ সংস্করণটিতে গোপনীয়তা নীতিমালাও আগের তুলনায় সহজ করা হয়েছে। আইফোন ৪এস-এর বর্তমান বা পরবর্তী সংস্করণ ব্যবহারকারীরা আইওএস ৮.২ ডাউনলোড করতে পারবেন। অন্যদিকে আইপ্যাডের প্রায় সব সংস্করণেই এটি ব্যবহারের সুযোগ মিলবে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

 


শেয়ার করুন