বিএনপির প্রতিক্রিয়া

এরশাদ থুথুবাবা, তার কথার কোনো মূল্য নেই

119516_1সিটিএন ডেস্ক:

জনপ্রশাসন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ‘বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্যের রাজনীতির আহ্বানকে’ স্বাগত জানিয়েছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে দলের সমন্বয় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির এ মনোভাবের কথা জানান বিএনপির মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, ‘বিএনপির শুরু থেকেই জাতীয় ঐক্যর রাজনীতির আহ্বান জানিয়ে আসছে। জাতীয় ঐক্যর প্রয়োজনেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখের বিষয় আমাদের রাজনীতিতে বিভাজনের বিষবাষ্প শিকড় গেড়ে বসেছে। সৈয়দ আশরাফের বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকে আমরা স্বাগত জানাই।’
ড. রিপন বলেন, ‘১৫ আগস্ট দেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান নির্মমভাবে নিহত হন। বিএনপি এই মর্মন্তুদ ঘটনায় শোকাহত। আমরা (বিএনপি) স্বাধীনতা বিরোধী হিসেবে যারা চিহ্নিত তাদের সুষ্ঠু তদন্তের আওয়তায় এনে বিচারের বিরোধী নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তির বিষয়েও আমাদের কোনো দ্বিমত নেই। ২১ আগস্ট গ্রেনেড হামলার মর্মান্তিক ঘটনাও আমরা সুষ্ঠু তদন্ত চাই। চাই তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি। এসবই আমাদের জাতীয় ঐক্যের প্যারামিটার। এসব নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। তাহলে কেন আমরা দেশে জাতীয় ঐক্যর রাজনীতি চর্চা করতে পারব না?’

তিনি বলেন, ‘একদিকে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জাতীয় ঐক্যর আহ্বান জানান আর অন্যদিকে তার দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপির অনুপস্থিতিতে অভিযোগ করেন যে জিএসপি সুবিধা বাতিলের পেছনে বিএনপি ও ড. ইউনূস দায়ী।’

‘এদেশের গার্মেন্টস ও সেখানে কর্মরত লাখ লাখ কর্মজীবী মানুষের কল্যাণে বিএনপি সব সময়ই ভূমিকা রেখেছে। বিগত সময়ে আমাদের দল যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের নেত্রী ও সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ খাতের উন্নয়নে ভূমিকা রেখেছেন। এখন আমাদের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী সত্য নয়, এমন অভিযোগ তুলেছেন। আমরা প্রধানমন্ত্রীর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে তার এ বক্তব্য জাতীয় সংসদের প্রসিডিংস থেকে প্রত্যাহারের দাবি জানাই।’

‘বিএনপি এখন কফিনে’ সাবেক রাষ্ট্রপতি এরশাদের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র বলেন, ‘সামরিক স্বৈরাচারী শাসক এরশাদ থুথুবাবা। বাংলাদেশের রাজনীতিতে তার কথার কোনো মূল্য নেই। সে সকালে এক কথা বলে আবার বিকালে বলে আরেক কথা। তাকে নিয়ে আমরা কথা বলতে চাই না।’

সংবাদ সম্মেলনে রিপন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের দ্রুত মুক্তি দাবি করেন।


শেয়ার করুন