এবার মাঝ আকাশ থেকে উধাও আলজেরিয়ার বিমান

file
ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২-এর পর এবার মাঝ আকাশে রেডার থেকে হঠাৎই হারিয়ে গেল আলজেরিয়ার একটি বিমান৷ শনিবার ভূমধ্যসাগরীয় আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে মার্সেই যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় এয়ার আলজেরির বোয়িং ৭৩৭-৬০০ বিমানটি৷
রেডারে প্রাথমিকভাবে দেখা যায় বিমানটি মার্সেইয়ের বিমানবন্দরের দিকে উড়ছে৷ কিন্তু নামার কিছুক্ষণ আগেই তা রেডার থেকে পুরোপুরি হারিয়ে যায়৷ এদিন দুপুর ১টা ৩০ মিনিটে উড়ান দেয় AH1020 বিমানটি৷ মার্সেই বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৪টার সময়৷
গত বছর হারিয়ে যাওয়া মালয়েশিয়ান বিমানটির খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 


শেয়ার করুন