এবার বৌদ্ধ বিহারের প্রধানকে একই ব্যক্তির হত্যার হুমকি

2016_06_28_23_02_12_cCToBzM7ExaWGAtm2olnU6GTW0xQVy_original
এবি সিদ্দিক পরিচয়ে রাজধানীর রামকৃষ্ণ মিশনের পুরহিতকে হত্যার হুমকির পর এবার বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যা হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরকে এ হুমকি দেয়া হয়েছে।

এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বৌদ্ধ মহাবিহার কর্তৃপক্ষ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জিডির বিষয়টি নিশ্চিত কর বাংলামেইলকে বলেন, ‘এই চিঠির বিষয়ে শুদ্ধনন্দ নিজেই সবুজবাগ থানায় মঙ্গলবার বিকেলে একটি জিডি করেছেন। কে বা কারা এই চিঠি পাঠিয়েছেন আমরা তদন্ত করে দেখছি।’

তিনি আরো বলেন, ‘ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে তার প্রেরকের নামের জায়গায় এবি সিদ্দিক, গাজীপুর লেখা আছে।’

উল্লেখ্য, একই নামে গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো। ওই চিঠিতে প্রেরকের ঠিকানা থেকে এবি সিদ্দিক নামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তলব করে আনে পুলিশ। পরে তার হাতের লেখা পরীক্ষা করে চিঠির লেখার সঙ্গে না মেলায় তাকে ছেড়ে দেয়া হয়।


শেয়ার করুন