এবার আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার কোহলি

downloadসিটিএন ডেস্ক 

এ বছর তার পারিশ্রমিক হতে যাচ্ছে ১৫ কোটি রুপি৷ আইপিএলের পক্ষ থেকে সরকারি ভাবে এ দিন বিভিন্ন টিমের রেখে দেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক প্রকাশ করা হয়েছে৷ যা আগে করা হত না৷ এই তালিকা অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলিকে দিচ্ছে ১৫ কোটি রুপি৷ যদিও আইপিএলের নিয়ম অনুযায়ী রিটেনড্ হওয়া প্রথম ক্রিকেটার হিসেবে সরকারি ভাবে সাড়ে ১২ কোটি রুপি কাটা যাচ্ছে আরসিবির ৬৬ কোটির পার্স থেকে৷ প্রসঙ্গত টিম করার জন্য একটা ফ্র্যাঞ্চাইজিকে ন্যূনতম ৪০ কোটি ও সর্বাধিক ৬৬ কোটি খরচ করতে হয়৷

গত বছর আইপিএল এইটে নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছিল যুবরাজ সিংয়ের৷ ১৬ কোটি রুপি দিয়ে তাকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস৷ এ বছর দিল্লি তাকে ছেড়ে দিয়েছে৷ কাজেই ফেব্রুয়ারির নিলামে নতুন করে উঠতে হবে যুবরাজকে৷

মহেন্দ্র সিং ধোনিকে কেনার জন্য পুনেকে নিয়মের বাইরে অতিরিক্ত খরচ করতে হচ্ছে না৷ রিটেনড্ হওয়া প্রথম ক্রিকেটার হিসেবে সাড়ে ১২ কোটি রুপিই পাবেন ধোনি৷ যখন পারিশ্রমিকের তালিকা প্রকাশ হতো না, তখন ধরে নেওয়া হতো ধোনিই আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার৷ কিন্ত্ত এ বারে দেখা গেল, রিটেনড্ হওয়া ক্রিকেটার হিসেবে বাড়তি ফি তিনি পাচ্ছেন না৷

সাড়ে ১২ কোটি পাচ্ছেন সানরাইজার্সের শিখর ধাওয়ানও৷ তালিকায় দেখা যাচ্ছে আরসিবি সরকারি ফি-র চেয়ে বেশি রুপি দিচ্ছে বিরাট কোহলি ও ক্রিস গেইলকে৷ মুম্বাই ইন্ডিয়ান্স বেশি রুপি দিচ্ছে হরভজন সিং, লাসিথ মালিঙ্গা ও অম্বাতি রায়াডুকে৷ আবার সরকারি ভাবে এক নম্বর ক্রিকেটার হিসেবে রেখে দেওয়া গৌতম গম্ভীরের জন্য কেকেআরের মানি ব্যাগ থেকে সাড়ে ১২ কোটি রুপি গেলেও তিনি পাচ্ছেন ১০ কোটি রুপি৷ রোহিত শর্মাও সাড়ে ১২ কোটির বদলে পাচ্ছেন সাড়ে ১১ কোটি৷ কম রুপি পাবেন রবীন্দ্র জাডেজাও৷ রাজকোটের মানি ব্যাগ থেকে তার জন্য সাড়ে ৯ কোটি রুপি কাটা গেলেও জাডেজা পাচ্ছেন মাত্র সাড়ে ৫ কোটি৷

মানি ব্যাগ থেকে যতই কাটা যাক, ক্রিকেটাররা কেউ কেউ যেমন বেশি পান, অনেকের আবার পারিশ্রমিক প্রচুর কেটে নেওয়া হয়৷ সেরা উদাহরণ কিংস ইলেভেনের মনন ভোরা৷ সরকারি ভাবে তার জন্য পাঞ্জাবের মানি ব্যাগ থেকে কাটা গিয়েছে ৪ কোটি রুপি৷ কিন্ত্ত আদপে মনন পাচ্ছেন ৩৫ লক্ষ রুপি৷ অর্থাৎ ৪ কোটি রুপির দশ শতাংশও দেওয়া হচ্ছে না তাকে৷

এখন সবার নজর ৬ ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুর নিলামের দিকে৷ যুবরাজ সিং, অ্যাঞ্জেলো ম্যাথেউস, কেভিন পিটারসেন, ডেল স্টেইনরা যেমন নিলামে উঠবেন, তেমনই ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে কম পয়সায় ভালো দেশি প্রতিভা তুলে আনার দিকে৷- সংবাদমাধ্যম


শেয়ার করুন