এখন থেকে ২০ দলকে পুরোদমে সমর্থন করবেন বি চৌধুরী

indexনতুন বার্তা ডটকম:

ঢাকা: বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে গুলশান কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকেদের বলেন, আগে ২০ দলকে সমর্থন না করলেও এখন থেকে পুরোদমে সমর্থন করবেন।

খালেদার সঙ্গে দেখা করতে রোববার বেলা ১২টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যান বদরুদ্দোজ্জা চৌধুরী। তাকে পুলিশ কার্যালয়ে ঢুকতে বাধা দিলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উপস্থিত সাংবাদিকদের বিএনপির সাবেক এই নেতা বলেন, “আমি একজন সিনিয়র সিটিজেন এবং সাবেক রাষ্ট্রপতি। আমাকে দেখা করতে দেয়া হয়নি। পুলিশের এহেন আচরণ এবং বিরোধী দলীয় নেত্রীকে এভাবে অবরুদ্ধ করে রাখা গণতন্ত্রের জন্য অশুভ সঙ্কেত বলে আমি মনে করি।”

বিএনপির ৫ জানুয়ারির কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করে তা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বি চৌধুরী। এরপর বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকা ছেড়ে যান সাবেক এই রাষ্ট্রপতি।


শেয়ার করুন