এখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়

H-M-Mahamud-Ali-400x331সিটিএন ডেস্ক:
সম্পর্কের টানা পড়ন চলছে, এজন্য এখনই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে বিষয়টি এমন নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় অনাকাক্সিক্ষত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ও অযাচিত বিবৃতি/মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের কর্মকা-ে প্রতিবারই পররাষ্ট্র মন্ত্রণালয় হতে তীব্র প্রতিবাদ জানিয়েছি। পাকিস্তান হাইকমিশনারকে বিভিন্ন সময় এজন্য তলবও করা হয়েছে। অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আমাদের পররাষ্ট্র নীতির একটি প্রধান বৈশিষ্ট্য। আমরা অন্যসব রাষ্ট্রের কাছ থেকেও একই আচারণ প্রত্যাশা করি। কিন্তু, পাকিস্তান বরাবর আমাদের হতাশ করেছে। এ বিষয়ে সব কূটনৈতিক ফ্রন্টে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। ভবিষ্যতে, পাকিস্তানি মহল/কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং এ ধরনের অনাকাক্সিক্ষত মন্তব্য করা থেকে বিরত থাকবে বলে প্রত্যাশা করি।


শেয়ার করুন