উশু একাডেমির সার্টিফিকেট বিতরণ

img_20161230_211458

মানুষের দৈহিক ও মানসিক বিকাশ বিশেষত: যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং তাদের সুস্থ-স্বাভাবিক বিকাশে খেলাধুলা ও উশু শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। উশু শরীর চর্চার ব্যবহারিক বিকাশ মানবজাতিকে যেমনি আত্মরক্ষার অধিকার স্মরণ করে দেয়, তেমনি সুদীর্ঘ জীবনে সুস্থ থাকার মন্ত্রও দীক্ষা দিয়ে থাকে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় উশুর বিকাশে এশিয়াবাসী কক্সবাজারের কৃতি সন্তান আন্তর্জাতিক গ্রান্ড মাষ্টার ও বাংলাদেশ উশু একাডেমির মহা-পরিচালক ডিএম রুস্তমের নাম আজীবন স্মরণ রাখবে। ২৯ ডিসেম্বর কক্সবাজার সৈকতের কবিতা চত্বর মঞ্চে বাংলাদেশ উশু একাডেমির চতুর্থ ব্যাচের “তাইচি চুয়ান” কোর্সের ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও তাইচি গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট বিতরণ এবং প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন। বাংলাদেশ উশু একাডেমির মহাপরিচালক গ্রান্ড মাষ্টার ডি.এম রুস্তমের সভাপতিত্বে ও অধ্যাপক মুহাম্মদ ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশস্থ চায়না ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক মি: শি নান, চাইনিজ ল্যাংগুয়েজ প্রশিক্ষক ম্যাডাম শেন জাও, উশু প্রশিক্ষক ম্যাডাম জু ইউ নান, দরিয়ানগর কবিতা মেলা উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামরুল হাসান, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, কক্সবাজার সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ড. মুহাম্মদ নুরুল আবছার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মো: সুলতান মাহমুদ, অধ্যাপক আসাদুল ইসলাম, অধ্যাপক উজ্জল কান্তি দেব, এইচ.এম জাকারিয়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও চায়না প্রতিনিধিদের ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ উশু একাডেমির চতুর্থ ব্যাচের সকল প্রশিক্ষণার্থীরা ছিলেন মূলত: কক্সবাজারের বিভিন্ন সরকারী- বেসরকারী কলেজের অধ্যাপকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ ও চায়না জনগণের মধ্যে উশুর আদান-প্রদানের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ উশু একাডেমির জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের তীর ঘেষে একটি স্থায়ী জায়গা বরাদ্দের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের অংশ গ্রহণে একটি মনোমুগ্ধকর তাই চি চুয়ান প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র আবছার সোহেল, আনিছ সোহেল, মো. আলমগীর, এইচ.এম জাকারিয়া, মো: জিয়া, সানি দে, রাহাত, জাহেদ প্রমুখ।


শেয়ার করুন