উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

সারাদেশের মত উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই দুপুর ১২ টার দিকে প্রধান শিক্ষক অাবুল হোসাইন সিরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উখিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় বক্তরা বলেন, সারা দেশে অাজ যারা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীদের মত দেশ দ্রোহী কর্মকান্ডে যারা জড়িত রয়েছে তাদের প্রতিহত করতে হলে সরকারের বিভিন্ন গগুরুত্বপূণ্য দপ্তরের কর্মকর্তা কর্মমচারীদের সজাগ তাকতে হবে। পাশা পাশি প্রতিটি জনগনকে সন্ত্রাসদের বিরোদ্ধে এগিয়ে অাসতে হবে। শুধু তাই নয় ছাত্র-ছাত্রী ও উঠতি বয়সী যুবকদের প্রতি অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে যাতে করে তারা বিপদ গামী না হয়। এই ছাড়াও মাদকের মত ঘৃর্ণীত ও মরণ নাশক ইয়াবার তাবাল ছোয়া থেকে অাগাীর প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে। তাই উখিয়ার প্রতিটি অভিভাবককে নিজের সন্তানের খোঁজ-খবর ও দেখা শুনা করার দায়িত্ব নিজেকে নেওয়ার অহবান জানান বক্তরা। এই ছাড়াও সমাবেশে শিক্ষক, সাংবাদিক, ইমাম, বিভিন্ন সম্প্রদায়ের ধূমীয় নেতা, এনজিও কর্মী, সচেতন নাগরিক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূণ্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে কোরঅান ও হাদিসের অালোকে মূল্যবান অালোচনা করেন উখিয়া স্টেশন কেন্দ্রীয় জামে সমজিদের ইমাম হাফেজ মৌলানা মোঃ অানোয়ার। তিনি বলেন, ইসলামে সন্ত্রাস, নাশককা ও জঙ্গীদের মত রাষ্ঠ্র ও সমাজ বিরোধী কর্মকান্ডের কোন স্থান নেই। যদি কেউ ইসলামের দহাই দিয়ে কোন মানুষ ভূল পতে নিয়ে যায় তা স্বয়াং মহান অাল্লাহ সমর্থন করেনা। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের মধ্যে কোন সন্ত্রাসবাদের স্থান নেই। তাই ছন্দ বেশী এই সন্ত্রাসদের বিরোদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর জন্য তিনি অাহবান জানান।


শেয়ার করুন