উখিয়া প্রেসক্লাবের নির্বাচন প্রক্রিয়া শুরু

imagesশফিক আজাদ, উখিয়া:
উখিয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির বিশেষ সাধারন সভা অনুষ্টিত হয়েছে। ৪ নভেম্বর (বুধবার) বিকাল ৩ টায় প্রেস ক্লাবের আহবায়ক এস এম আনোয়ার এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। আহবায়ক কমিটির সদস্য ও বাংলাভিশন প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে দৈনিক জনকন্ঠ কক্সবাজারস্থ ষ্টাফ রির্পোটার হামিদ মুহাম্মদ এরশাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রফিক উদ্দিন বাবুল, কক্সবাজার ৭১ পত্রিকার সহকারী সম্পাদক নুরুল আমিন সিদ্দিক, আর টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, একুশে টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, সাবেক সাধারন সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি ফারুক আহমদ, সমকাল প্রতিনিধি মুহাম্মদ হানিফ আজাদ, নয়াদিগন্ত প্রতিনিধি হুমায়ুন কবির জুশান, সাবেক সহ সভাপতি গফুর মিয়া চৌধুরী, মানবজমিন প্রতিনিধি সরওয়ার আলম শাহীন, নির্বাহী সদস্য এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, সাবেক অর্থ সম্পাদক ও সংগ্রাম প্রতিনিধি কমরুদ্দিন মুকুল, বাংলাদেশ প্রতিদিন/পূর্বদেশ/ইনানী প্রতিনিধি, সাবেক অর্থ সম্পাদক শফিউল ইসলাম আজাদ, সাবেক সহ-সাধারন সম্পাদক আমার দেশ প্রতিনিধি এ.এইচ সেলিম উল্যাহ, সুলতান মাহমুদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ নুরুল হক, এম আবুল কালাম আজাদ, মোহনা টিভির উখিয়া প্রতিনিধি আমিনুল হক আমীন, সাবেক দপ্তর ও ক্রীড়া সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি এম বশর চৌধুরী, সাংবাদিক নুরুল হক খান প্রমুখ। সভায় খসড়া ভোটার তালিকা প্রনয়ন, নির্বাচনী তপশীল ঘোষনা ও সদস্যদের বকেয়া ফি আদায়সহ সুষ্টু ও শান্তিপূর্নভাবে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্টানের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উখিয়া প্রেস ক্লাবের সদস্য এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও প্রানোৎসারিত অভিনন্দন জানানো হয়।
পরে সাংবাদিকরা উখিয়া সদরের একরাম মার্কেট মিলনায়তনে উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ লেখনির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। তাই সবাইকে পূর্বের দ্বিধাদন্ধ মতবিরোধ ভুলে গিয়ে প্রেস ক্লাবের ও সাংবাদিকদের কল্যানে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টির পরিবেষ তৈরী করতে হবে। তিনি আরো বলেন, দ্রুততম সময়ে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্টানের জন্য নব গঠিত আহবায়ক কমিটির কর্মকর্তাদের পরামর্শ দেন এবং আগামী শনিবার ৭ নভেম্বর বিকালে অনুষ্ঠেয় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মতবিনিময় সভায় কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানান।


শেয়ার করুন