উখিয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

031 (1)উখিয়া প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ তৃণমূল পর্যায়ে সংগঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন গুটিকয়েক বিপদগামী সন্ত্রাসী নগ্ন হামলার মাধ্যমে জাতিকে বিশ্বের দরবারের হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল সক্রিয় হয়ে উঠেছে। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের আহবান জানিয়ে বলেন যেকোন মূল্যে জঙ্গিবাদ সন্ত্রাসী প্রতিহত করতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের সক্রিয় হতে হবে।
বুধবার বিকাল ৩ টায় উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোছাইন মিথুন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, সাবেক কৃষক লীগের উপজেলা আহবায়ক কাজী আকতার উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মিন্টু ভান্ডারী, রাজাপালং সেচ্ছাসেবক লীগের আহবায়ক নুর মোহাম্মদ শেখর, কাশেম নুর, নুরুল কবির, সায়েদুর রহমান টিপু সাংবাদিক মুসলেহ উদ্দিন, খুরশেদা বেগম, প্রমূখ। বক্তারা বলেন দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনি একটি মহল দেশকে অকার্যকর করতে সারা দেশব্যাপি নাশকতার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এ মূহুর্তে গ্রামভিত্তিক গড়ে তোলা সন্ত্রাস ও জঙ্গি দমন কমিটির নেতৃত্বে সামাজিক আন্দোলনের মাধ্যমে এসব অপকর্ম প্রতিরোধ করতে হবে।


শেয়ার করুন