উখিয়ায় শত ভাগ সুষ্ঠু নির্বাচন হবে-এমপি বদি

downloadবার্তা পেিবশক :

উখিয়া টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। তাই আগামী ৪জুন উখিয়ার ০৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের অনিয়ন ও কারচুপি বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন শতভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোন ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। গতকাল উখিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
আগামী ০৪জুন উখিয়া উপজেলার ০৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহন। এ উপলক্ষে ভোটার ও প্রার্থীদের মধ্যে বিরাজ করছিল নানা ধরণের শঙ্কা। গতকাল নির্বাচন সুষ্ঠু করার লক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় এমপি আবদুর রহমান বদির বক্তব্যে উখিয়ার ভোটার ও প্রার্থীদের সে শঙ্কা কেটে গিয়েছে বলে জানাগেছে। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে কোন ধরণের অনিয়ম ও বিশৃঙ্খলা সহ্যকরা হবে না। শতভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি আইন শৃঙ্খাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন বলেও জানান। তিনি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট ধেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। ভোট কারচুপির কোন নির্বাচন উখিয়া-টেকনাফে হবে না বলেও তিনি জানান।
আইন শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও, ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন