উখিয়ায় আমনের বাম্পার উৎপাদনের সম্ভাবনা

SAMSUNG CAMERA PICTURES

শফিক আজাদ, উখিয়া: 

উখিয়ায় চলতি আমন মওসুমে ৯ হাজার ২০ হেক্টর জমিতে এবার বাম্পার উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কৃষকেরা। সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন আক্রান্ত চাষাবাদগুলো নিবিড় পরিচর্যার ফলে বৈরি পরিবেশ কাটিয়ে উঠতে সক্ষম হওয়ায় ৫০ হাজার মেঃ টন আমন উৎপাদন আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আমন মৌসুমের শুরুতেই উপর্যপুরি টানা বর্ষণ, জলাবদ্ধতা সর্বোপরি প্রকৃতির সাথে এক প্রকার যুদ্ধ করে কৃষকেরা আশায় বুক বেধে ও অতিরিক্ত অর্থ ব্যয় করে আমন ফসল বাঁচিয়ে রেখেছে। বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত ফসলের ব্যাপক পরিচর্যার কারণে বর্তমানে আমন ক্ষেতে থোড় পড়েছে। তারা মনে করছেন, আর মাত্র ১৫ দিনের ব্যবধানে আমন ধান কাটা শুরু করা যাবে। এ সময় প্রাকৃতিক দূর্যোগের মতো কোন অঘটন না ঘটলে এবার আমনের বাম্পার উৎপাদন সম্ভব। রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কৃষক হাজী আবদুর রহমান জানান, পাতা মরা রোগে আক্রান্ত হয়ে তার ফসলের ব্যাপক ক্ষতি হলেও কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক ঔষুধ প্রয়োগ করে আক্রান্ত ধানক্ষেত গুলো নিরাময় করতে সক্ষম হওয়ায় আশাতীত ফলন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একই গ্রামের আরেক কৃষক নজু মিয়া জানান, সে বর্গা জমি নিয়ে এক কানি আমন চাষাবাদ করেছে। ক্ষেতে যেভাবে থোড় পড়েছে তাতে মনে হয় কানি প্রতি ২৮ মনেরও অধিক ধান উৎপাদন হতে পারে। এভাবে উপজেলার বিস্তীর্ণ ফসলী মাঠে আমনের থোড়ে ধান গাছ নুইয়ে পড়ার উপক্রম ভেবে কৃষকেরা তাদের উৎপাদিত ধান নিয়ে গর্ববোধ করতে দেখা গেছে। অনেকেই বলছেন, প্রকৃতির শান্ত আচরণ অব্যাহত থাকলে কৃষকেরা গোলা পাকা ধানে ভরে যাবে।
উপজেলার মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি অফিসার নাসির উদ্দিন জানান, মাঠ পর্যায়ে তাদের অক্লান্ত পরিশ্রম আর কৃষকদের নিবিড় পরিচর্যার কারণে এবার আমনের বাম্পার উৎপাদনের সম্ভাবনা রয়েছে। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আকম শাহরিয়ার জানান, আমন ধান ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে জেলায় এবার আশাতীত আমন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুন