উখিয়ায় অগ্নিদগ্ধ প্রাথমিক শিক্ষকের মৃত্যু

শফিক আজাদ, উখিয়া প্রতিনিধি ॥

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গতকাল মঙ্গলবার দুপুর দেড় ঘটিকার সময় উখিয়া দরগাহপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন (৩৮) মৃত্যু বরণ করেছে। সে টাইপালং গ্রামের আব্দুল হামিদের ছেলে। মৃত্যুকালে সে এক স্ত্রী, দুই ছেলে সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় টাইপালংস্থ পারিবারিক কবরস্থানের পাশে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, গত ১১ মার্চ সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পাহাড়ে সৃষ্ট অগ্নিকান্ড থেকে তার ব্যক্তিমালিকানাধীন আম বাগানটি রক্ষা করতে গিয়ে নুরুল আমিন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এসময় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তার শারীরিক অবস্থা আশংকা জনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


শেয়ার করুন