উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে সিইসি

“কোন অবস্থাতেই রোহিঙ্গাদের ভোটার করা যাবে না”

08শফিক আজাদ, উখিয়া প্রতিনিধি ॥   

উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, কোন অবস্থাতেই যাতে রোহিঙ্গারা ভোটার হতে না পারে সে ব্যাপারে জনপ্রতিনিধিদের তৎপর থাকতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা একটি জাতীয় সমস্যা। এসমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি যেসমস্ত রোহিঙ্গা নাগরিক ইতিমধ্যে ভোটার হতে পেরেছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে স্থানীয় নির্বাচন অফিসে জানানোর পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, যে সমস্ত লোক ভোটার হতে পারেনি এবং খসড়া ভোটার তালিকা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তা আগামী ১৭ তারিখের মধ্যে নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, এ বিষয়ে তৃণমূল পর্যায়ের মানুষ যাতে জানতে পারে সেজন্য জনগুরুত্বপূর্র্ণ এলাকায় মাইকিং করে প্রচারণা চালাতে হবে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি জালিয়াপালং ইউনিয়ন পরিষদে এসে তথ্য সেবা কেন্দ্র সহ ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। পরে জনপ্রতিনিধিদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। গত রবিবার বিকেলের দিকে সিইসি উখিয়া পর্যটন এলাকা ইনানীতে এসে সেনাবাহিনী পরিচালিত হোটেল বেওয়াচ রিসোটে রাত্রি যাপন করেন। পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি এএইচএম মাহফুজুর রহমান, উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান, ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন।


শেয়ার করুন