ডিএসএ সেভেন রিংস্ সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল টূর্নামেণ্ট

উখিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালে স্বাগতিক সদর উপজেলা ক্রীড়া সংস্থা

download (1)প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সেভেন রিংস্ সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল টূর্নামেণ্ট-২০১৫ এর দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ গতকাল ৩ নভেম্বর মেঘমুক্ত বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থা উখিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায়। সদর উপজেলা দলের পক্ষে বিদেশী রিক্রুট মরু-১টি, দেশীয় তারকা খেলোয়াড় সৌম্রিং-৩টি এবং জাহেদ-১টি করে গোল করেন। প্রথমার্ধে মরু, সৌম্রিং ও জাহেদ ১ টি করে গোল করে সদরকে ৩-০ গোলে এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে দেশীয় তারকা খেলোয়াড় সৌম্রিং আরও দুইবার উখিয়ার নেট কাঁপালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থা। এই জয় নিয়ে নক আউট পদ্ধতির এই টূর্নামেণ্টে কাঙ্খিত ফাইনালে উন্নীত হল সদর উপজেলা। ফাইনালে শিরোপা প্রত্যাশি স্বাগতিক কক্সবাজার সদরের প্রতিপক্ষ হট ফেভারিট চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। আগামী ৬ নভেম্বর শুক্রবার দুপুর-২টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে দু’দলের উপভোগ্য ম্যাচ টি উপভোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সম্পাদক মাহমুদুল করিম মাদু ও হারুন অর রশিদ, টূর্নামেণ্ট কমিটির সম্পাদক এ.কে.এম. রাশেদ হোছাইন নান্নু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য যথাক্রমে প্রভাষক জসিম উদ্দিন, রতন দাশ, শাহিনুল হক মার্শাল, আলী রেজা তসলীম, হেলাল উদ্দিন কবির, খালেদ মোঃ আজম বিপ্লব, আজমল হুদা, ওমর ফারুক ফরহাদ, সুবীর বড়ুয়া বুলু প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্যবৃন্দ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ।


শেয়ার করুন