ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকাটাইমসের প্রতিনিধিরাও চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

সেই হিসাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৩৮ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।

চাঁদ দেখা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক শাখাওয়াত হোসেন, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহ্‌মাদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহি মসজিদের খতিব মাওলানা আবু রায়হান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এর আগে ৩১ আগস্ট পালিত হবে পবিত্র হজ।

 


শেয়ার করুন