ঈদগড়-ঈদগাঁও সড়ক উন্নয়নের দাবীতে মানববন্ধন

IMAG0170মোঃআবুল কাশেম, ঈদগড় :

ঈদগড়-ঈদগাঁও- বাইশারীর একমাত্র অনুন্নত যোগাযোগ সড়কটি পক্ষকালের মধ্যে সংস্কার না করলে গাড়ী ও দোকান পাট বন্ধের হুশিয়ারী উচ্চারন করেন ঈদগড় বাজারে মানববন্ধনে বক্তারা। ৫ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ঈদগড়ে মানববন্ধনে সড়ক উন্নয়নের দাবীতে ৩ ইউনিয়নের সুশীল সমাজ, শ্রমিক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এ মানব বন্ধনে মৌলানা আবদুর রাজ্জাকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সাংবাদিক হামিদুল হকের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, ঈদগড় বাজার সভাপতি নুরুল হুদা, ডাঃ সিরাজুল হক রেজা, ব্যবসায়ী অধীর বাবু, সাংবাদিক জাফর আলম জুয়েল, জহির উদ্দীন খন্দকার, কামাল শিশির, সুলতান আহমদ, আবুল কাশেম,গিয়াস উদ্দীন, মুফিজ উদ্দীনসহ আরো অনেকে। এসময় হিল লাইন সার্ভিস, সিএনজি, টমটম ও হোন্ডা মালিক সমিতি ও সর্বস্তরের জনতা ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। উল্লেখ্য, বাইশারী থেকে ঈদগাঁও স্টেশন পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কটি বিভিন্ন জায়গায় নালা, নর্দমা ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলরত গাড়ীগুলো অকেজো ও নড়বড়ে হয়ে পড়েছে। ইতিপূর্বে সড়কটি উন্নয়নের কার্যক্রমে অদ্যবধি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই একদিকে বড় বড় গর্ত অপরদিকে বর্ষার প্লাবন শুরু হলে ঈদগড় থেকে ঈদগাঁও প্রায় জায়গায় পানি উঠে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই এলাকার রাবার বাগান, পুলিশ ফাঁড়ি, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ জনগণ চলাচল করতে নিয়মিত হিমশিম খাচ্ছে। বাইশারী থেকে ঈদগাঁও পর্যন্ত এ চলাচল সড়কটি ৩ উপজেলার মধ্যে সীমাবদ্ধ। তাই একজন অপর জনের বাধা-বিপত্তি দেখিয়ে কাজের অগ্রগতিতে গড়িমসি করছে বলেও অভিযোগ উঠেছে। অতিসত্তর এলাকার সচেতন জনগণ দাবী তুলেছেন বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক অতিসত্তর উন্নয়নের কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।


শেয়ার করুন