ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

ae8815c2-dd58-4602-bdd3-bd9b1531a542নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের বিপুল উৎসাহ-উদ্দীপনায় কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে স্টুডেন্ট্স কেবিনেট নির্বাচন ২০১৬ অনুষ্টিত হয়েছে। ২১ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। প্রখর রোদকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেয়। দেখে মনে হয় যেন শিশুরা রাষ্ট্রীয় কোন বড় নির্বাচনে ভোট দিচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের পক্ষ থেকেও নেয়া হয় কড়া নিরাপত্তা। শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্বচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থী, ভোটার ও আনসার সদস্য থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হয়েছিল। জাতীয় নির্বাচনের আদলে অনুষ্টিত এই নির্বাচনে দুপুর ২টার পর প্রার্থী, প্রিসাইডিং অফিসার ও শিক্ষকদের সামনে ভোট গননা শুরু হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক এ কে আলমগীর জানান, ওই বিদ্যালয়ে মোট ৩৬ জন প্রার্থী ছিল এবং ১৭১০ জন ভোটারের মধ্যে নির্ধারিত সময়ে ১০৭৮ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। গণনা শেষে বিদ্যালয় প্রধান শিক্ষক এ কে আলমগীর এবং নির্বাচন কমিশনার ১০ম শ্রেণীর শিক্ষার্থী রমিজ উদ্দিন নির্বাচনের ফলাফল সকলের সামনে ঘোষনা করেন। কমিশনার জানায়, ভোটারদের প্রত্যক্ষ ভোটে ৬ষ্ঠ শ্রেণিতে শামান্তা সামিহা (প্রাপ্ত ভোট ২৯৭), ৭ম শ্রেণিতে তাশফিয়া এনাম মাইশা (প্রাপ্ত ভোট ৪৬৬), ৮ম শ্রেণিতে সৈয়দ ইসলাম শাকিব (প্রাপ্ত ভোট ৪৫৬), ৯ম শ্রেণিতে পারমিতা রাশেদ চৌধুরী নাবা (প্রাপ্ত ভোট ৩৫৭) এবং ১০ম শ্রেণীতে মোহাম্মদ ফয়সাল (প্রাপ্ত ভোট ৪১৮) পেয়ে শ্রেণিভিত্তিক নির্বাচিত হয়। এছাড়া সর্বোচ্চ ভোট পেয়ে ৯ম শ্রেণির বেদারুল ইসলাম (প্রাপ্ত ভোট ৩৩৪), ৮ম শ্রেণীর নাইমা সালসাবিল সাদিয়া (প্রাপ্ত ভোট ৩০৯) এবং ৬ষ্ঠ শ্রেণির জিয়াউল হক জিয়া (প্রাপ্ত ভোট ২৬৯) জয় লাভ করে। পুরো নির্বাচনে সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী ও নুরুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী এ প্রতিবেদককে জানান, শৃঙ্খলার সাথে শিক্ষার্থীরা নিজ নিজ ভোট প্রদান করছে এবং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বস্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে অত্র বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৬। এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষক মোঃ এনামুল হক, মোঃ রেজাউল করিম, সোলতান আহমদ, পাপড়ী রুদ্র, রোকেয়া বেগম, চিত্রা পাল, শাহীমা বেগম, মনছুর আলম, বিকাশ প্রণয় দে, তারিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, মাহমুদুল হক, তসলিমা আকতার, ছালেহা আক্তার, মুহাম্মদ এরশাদ, রবিউল হক, শাহজাহান সিরাজ প্রমুখ। বিজয়ী শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের পরামর্শে এবং নিজেদের নিয়মিত বেঠকের মাধ্যমে বিদ্যালয় আঙিনা ও শ্রেণী কক্ষ পরিস্কার, খাবার পানি সংগ্রহ, আসন বিন্যাস, স্বাস্থ্য উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহসহ বিভিন্ন কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখবে। সদর উপজেলার মোট ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩ দাখিল মাদরাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন।


শেয়ার করুন