ঈদগাঁওতে জায়গা দখল নিয়ে দু’পক্ষ সংঘর্ষের আশঙ্কা

downloadঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পূর্ব শিয়াপাড়া গ্রামে এক ব্যক্তির জায়গা জবর দখল ও ঘেরাবেড়া ভাঙচুরকে কেন্দ্র করে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। সন্ত্রাসীরা ঘেরাবেড়া ভাঙচুর করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এসময় জায়গার মালিক বৃদ্ধ ছৈয়দ আহমদ বাঁধা দিতে গিয়ে উল্টো জবর দখলকারীদের হামলার শিকার হন। ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় বর্ণিত এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ইউনিয়নের দরগাহ পাড়া, পূর্ব শিয়া পাড়া গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র ছৈয়দ আহমদ একই এলাকার ওমর হামজার পুত্র হাবিব উল্লাহর কাছ থেকে নোটারী স্ট্যাম্প মূলে ১৯৯৯ সালে ৪৪ শতক জায়গা ক্রয় করে বসবাস করে আসছে। তার ৪ সন্তান এলাকার বাইরে থাকার সুবাদে পার্শ্ববর্তী মৃত লোকমান হাকিমের পুত্র জুবাইর ও ছলিম উল্লাহর নেতৃত্বে ২২ কড়া জায়গা ইতিপূর্বে জবর দখল করে নিয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাকী জায়গায় খুটি ও টিন দিয়ে ঘেরা-বেড়া দিলে বর্ণিত জুবাইর ও ছলিম উল্লাহ তা ভেঙ্গে ফেলে। এসময় কারণ জানতে চাইলে উল্টো গৃহকর্তা হামলার শিকার হয়। এ ঘটনায় ছৈয়দ আহমদ স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ ও মামলার প্রস্তুতি নিচ্ছেন। তার দাবী, বর্ণিত সন্ত্রাসীরা বাংলাদেশের নাগরিক নয়। মোটা অংকের টাকার বিনিময়ে জুবাইর বাংলাদেশী আইডি কার্ড করলেও পরিবারের অপরাপর সদস্যরা এখনো নাগরিকত্ব পায়নি। কার ইশারায় জবর দখল করে আসছে বর্ণিত ব্যক্তিরা? সুষ্ঠু তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। এদিকে তাদের অপর ভাই হামিদ উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ রয়েছে। তবে আমরা ছৈয়দ আহমদের জায়গা দখল করিনি। পরিমাপ করলে বেরিয়ে আসবে। এলাকাবাসীর দাবী, ঘটনাটি নিষ্পত্তি করা না গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির সাথে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ হয়েছে কিনা দেখতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন