ঈদগাঁওতে এক কিশোরকে অপহরণ, মুক্তিপণ দাবী

images (1)নিজস্ব প্রতিবেদক:
সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পূর্ব শিয়া পাড়া এলাকায় মোহাম্মদ ছাদেক নামের এক কিশোরকে অপহরণ করেছে চিহ্নিত অপহরণকারী চক্র। মোটা অংকের টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে ঐ অপহরণকারী চক্র। ভুক্তভোগীরা ঈদগাঁও পুলিশের সহায়তা কামনা করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইর্সি অপহরণকারী চক্রকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপহৃত কিশোর ঐ এলাকার মৃত আবদুর রহমানের পুত্র। অপহৃতের বোন নাছিমা আক্তার ও বাঁধা দিতে গিয়ে আহত হয়েছে। নাছিমা আক্তার জানান, ১ অক্টোবর ভোর ৩ টার দিকে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবছার, শাহজাহান ও লায়লা নামের এক মহিলা সহ ৮/১০ জন সংঘবদ্ধ সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্নি করে তার ভাই মোহাম্মদ ছাদেককে পাহাড়ের দিকে নিয়ে যায়। এসময় বাঁধা প্রদান করলে তাকে বেধড়ক পিটিয়ে স্বর্ণ ও টাকাসহ লুট করে ঐ অপহরণকারী চক্র। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। পরপরই ঈদগাঁও পুলিশের এএসআই আমিরুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে অপহরণকারীর মূল হোতা আবছার উল্টো নাছিমা ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। এছাড়া অপহৃত ছাদেকের মোবাইল থেকে মোটা অংকের টাকা দাবী করলে ঘটনাটি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিকে অবহিত করা হলে তৎক্ষণাৎ একদল পুলিশ নিয়ে পাহাড়ের সম্ভাব্য আস্তানায় অভিযান চালায় এবং আবছার, শাহজাহান, নুুরুল কবিরসহ অপহরণকারী সদস্যদেরকে ছাদেককে ছেড়ে দিতে বলে। এ ব্যাপারে চিহ্নিত অপহরণকারী আবছার, শাহজাহান, লায়লাসহ জড়িতদের বিরুদ্ধে মামলা হচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বেও লায়লা বেগম নামের এ মহিলা ছাদেকের বোন নাছিমা আক্তারসহ ৩ ভাই-বোনের বিরুদ্ধে অর্ধ ডজন মামলা দায়ের করেছে।


শেয়ার করুন