কক্সবাজারে 

ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বিষয়ক কর্মশালা

workshop-picকক্সবাজারে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের আই এম ই বিভাগের সচিব ফরিদউদ্দীন আহম্মদ চৌধুরী, সিপিটিইউ-এর মহাপরিচালক ফারুক হোসেন, বিশ্বব্যাংকের প্রধান ক্রয় বিশেষজ্ঞ ড.জাফরুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার সরকারী সকল দপ্তরের প্রধানগন, ব্যাংক কর্মকর্তা, সুশীল সমাজ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় সরকারী ক্রয় ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম, ই-টেন্ডারিংসহ ই-জিপি বাস্তবায়নে করনীয় বিষয়ের উপর আলোকপাত করা হয়।


শেয়ার করুন