ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা

img_20170131_102659কক্সবাজার জেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীট মোঃ ইলিয়াছ মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউটস ও গার্লস গাইড কর্তৃক অতিথিদের বরণ, অভিবাদন ও এক মনোজ্ঞ ডিসপ্লে ও বরণ অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক মোঃ আলী হোসেন ও সভাপতি হিসেবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুজিবুর রহমান এর উপস্থিতিতে হাউস ভিত্তিক বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ন.ম মাঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোছাইন চৌং, বিশেষ অতিথি হিসেবে দাতা সদস্য ইয়াছিন পারভেজ চৌং, পৌর আওয়ামীলীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর,ও এস.এম.সি সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার গুরুত্ব ও মোঃ ইলিয়াছ মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ের স্কাউট্স ও গার্ল গাইডের মার্চ পাস, ডিসপ্লে প্রদর্শনের প্রশংসা করেন এবং সভাপতির বক্তব্যে জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান বঙ্গবন্ধুর জীবনী সহ মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন।এস.এস.সি পরীক্ষাদের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্টানে বক্তারা এস.এম.সি’র সভাপতি ও জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদকের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধির দিক ও তুলে ধরেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোস্তাক আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, শ্রেণি প্রধান ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত সকলেই বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।


শেয়ার করুন