ইরানে হামলার হুমকি আবারো দিল ইসরাইল

রেডিও তেহরান: ইহুদিবাদী ইসরাইল আবারো ইরানে হামলার হুমকি দিয়েছে। তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু আলোচনায় সমঝোতার পর নতুন এ হুমকি দেয়া হলো।

ইহুদিবাদী ইসরাইলের কৌশলগত বিষয়কমন্ত্রী ইউভাল স্টেইনিৎস সোমববার সাংবাদিকদের বলেন, ইরানে হামলার বিষয়টি এখনো বিবেচনা করছে ইসরাইল। ইহুদিবাদী ইসরাইলের স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত খবরে বলা হয়েছে, তিনি বলেন, বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছিল, এ বিষয়ে আলোচনা চলছে এবং এ নিয়ে আলোচনা চলবে।

ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, ইসরাইল নিজেই নিজেকে রক্ষা করতে সক্ষম। অবশ্য ইহুদিবাদী ইসরাইল কি ধরণের হুমকিতে পড়েছে তা উল্লেখ করেন তেল আবিবের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা।

গত সপ্তাহেও ইসরাইলের একটি রেডিও শ্রোতাদের উদ্দেশ্যে একই কথা বলেছেন তিনি। তিনি বলেন, ইরান নিয়ে আর কোনো রাস্তা খোলা না থাকলেও সামরিক ব্যবস্থা গ্রহণের পথ খোলা আছে।

এদিকে, ইরান পরিষ্কার ভাষায় বারবার বলেছে, পরমাণু স্থাপনার ওপর কোনো হামলা হলে তেহরান তার কঠোর ও সুদূর প্রসারী জবাব দেবে।#

রেডিও তেহরান/সমর/৭


শেয়ার করুন