ইউপি নির্বাচনে গ্রামের মানুষ ‘ঝামেলা’ করবে না

Jabed-ali-400x244সিটিএন ডেস্ক:

প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু পরিবেশে হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। তিনি বলেন, আশা করি গ্রামের সাধারণ মানুষ যারা রাজনীতি করে তারা কোনো ধরনের ঝামেলা করবে না।

সোমবার ইসি সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. জাবেদ আলী এসব কথা বলেন।

দলীয়ভাবে ইউপি নির্বাচনে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব কি না জানতে চাইলে জাবেদ আলী বলেন, দলীয়ভাবে ইউপি নির্বাচনের ফলে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে কোনো প্রভাব পড়বে না। কোনো ধরনের হামলা হবে না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে।

বিধিমালা প্রসঙ্গে জানতে চাইলে জাবেদ আলী বলেন, ইউপি নির্বাচনের বিধিমালা সময়মতো আমাদের হাতে পৌঁছাবে। এখনো তো সময় আছে। ফেব্রুয়ারির ১০ থেকে ১২ তারিখের মধ্যে বিধিমালা হাতে পেলে ওই মাসের মাঝামাঝিতে তফসিল ঘোষণা করতে পারলে যথেষ্ট সময় নিয়ে নির্বাচন করতে পারব। তফসিলের পর ৪৫ দিন রাখলে আশা করি প্রার্থীরা প্রস্তুতি নিতে পারবে। এতে নির্বাচনী আমেজ বেশি দিন ধরে বিরাজ করবে।

প্রথম ধাপে কয়টি ইউপিতে নির্বাচন হবে জানতে চাইলে জাবেদ আলী বলেন, তালিকা এখনো সুনির্দিষ্ট হয়নি। তবে যেসব ইউপির মেয়াদ আগে শেষ হবে সেগুলোর নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।

পৌরসভা নির্বাচনে এমপিদের আচরণবিধি লঙ্ঘনের বিষয় তুলে ধরে ইউপিতে কী ধরনের পদেক্ষেপ নেওয়া হবে জানতে চান সাংবাদিকরা। এর জবাবে জাবেদ আলী বলেন, পৌরসভা নির্বাচনে ক্রটি-বিচ্যুতির খবর পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। তারপরও দু-একটি ক্রটি-বিচ্যুতি ঘটেছে। তবে ইউপি নির্বাচনে যাদের যাওয়ার কথা না, তারা নির্বাচনী কার্যক্রমে যাবে না।

সূত্র :এনটিভি


শেয়ার করুন