আড়াই শতাধিক মাদ্রাসা বন্ধ করেছে পাকিস্তান

Pak-Madrasah-400x300সিটিএন ডেস্ক:
দেশব্যাপি ২৫৪টি সন্দেহভাজন ও অনিবন্ধনকৃত মাদ্রাসা বন্ধ করেছে পাকিস্তান সরকার। বুধবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষে অভ্যন্তরীণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী বালিঘুর রহমান এ তথ্য জানান।

জাতীয় সংসদে পাকিস্তান পিপলস পার্টির নেতা এমএনএ শাহিদা রেহমানির প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার এ পর্যন্ত সিন্ধে ১৬৭টি, খাইবার-পাখতুনখোয়ায় ১৩টি, পাঞ্জাবে ২টি এবং সিন্ধে আরও ৭২টি অনিবন্ধিত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে।

রহমান সাম্প্রদায়িক সহিংসতা কমাতে সরকারের পরিকল্পনাসমূহ তুলে ধরেন এবং গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের এসব অর্জন তুলে ধরেন।

তিনি আরও জানান, সাম্প্রদায়িক সহিংসতায় ২,৪৭১ টি মামলা নিবন্ধন করা হয়েছে, ২,৩৪৫ জনকে আটক করা হয়েছে এবং ৭৩টি দোকান সিলগালা করে দেয়া হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন।


শেয়ার করুন