আশুগঞ্জে তাবলীগ-আহলে সুন্নাত সংঘর্ষ, আহত শতাধিক

Brahmanbaria ashuganj clash

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছকে কেন্দ্র করে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও তাবলীগ জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার দফায় দফায় চলা সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে স্থানীয় বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, রবিবার সকাল ১১টার দিকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ বের করা হয়। জুলুছটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের সময় শহরের পূর্ববাজার এলাকায় তাবলীগ পন্থীদের সঙ্গে হঠাৎ সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনার জেরে আশুগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে তাবলীগ-আহলে সুন্নাত কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলা সংঘর্ষে শতাধিক লোক আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশুগঞ্জ থানাপুলিশ ও অতিরিক্ত দাঙ্গা পুলিশ ব্যাপক টিয়ারশেল ও ফাঁকা গুলি করে। দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন