আল্লাহর বান্দা তারা, যারা নম্রভাবে চলে

binoi-400x437বিনয় মানব চরিত্রের এক ব্যক্তিত্বসুলভ অনুসঙ্গ। ব্যক্তির আচরণ উচ্চারণ সবকিছুই বিনয়ের আওতাধীন। বরং প্রকৃত অর্থে বিনয় আরো ব্যপ্তিশীল। একজন প্রকৃত বিনয়ীর চলনে বলনে, আহারে-বিশ্রামে, ভ্রমণে-আবাসে সবকিছুতেই ন¤্রতা ও ব্যক্তিত্বের একটি আভা ছড়িয়ে থাকে। যা সহজেই তাকে একটি বিশেষ বৈশিষ্ট্য ম-িত করে। অহংকার, দাম্ভিকতা, আত্মম্ভিরতা ইত্যাদি যাবতীয় কদর্যতার ঊর্ধ্বে তিনি বাস করেন। চরিত্র মাধুর্যের এক অনন্য উচ্চতায় তিনি জীবন্ত থাকেন। যেখানে সবার আস্থা, ভালবাসা ও মুগ্ধতার একটি রেশ তাকে ঘিরে থাকে। চরিত্র ও ব্যক্তিত্ত্বের এই উচ্চায়ত বিন্দুটির নাম বিনয়।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘রহমানের বান্দা তারা, যারা ভূমিতে ন¤্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞলোক যখন তাদের লক্ষ করে (অজ্ঞতাসুলভ) কথা বলে, তখন তারা শান্তিপূর্ণ কথা বলে। সুরা আল ফুরকান, আয়াত : ৬৩
উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, তারা অজ্ঞজনদের কটু কথা ও গালিগালাজের জবাব মন্দ কথার মাধ্যমে দেয় না, বরং ভদ্রোচিত ভাষায় দিয়ে থাকে। সূত্র : তাফসীরে তাওযীহুল কোরআন।
মহানবী সা. বিনয় ন¤্রতাকে উৎসাহিত করেছেন। বরং তিনি বিনয় ন¤্রতাকে উচ্চ মর্যাদার সোপান হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে মর্যাদায় উঁচু করে দেন। সহীহ মুসলিম : ২৫৮৮
মহান আল্লাহ তায়ালা আমদের বিনয় ন¤্রতার বৈশিষ্ট্য দান করবেন এই দোয়া ও মিনতিই থাকলো তাঁর কাছে।


শেয়ার করুন