আলোর নতুন রূপ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা আলোর এক নতুন রূপ আবিষ্কার করেছেন। এই তথ্য আদান প্রদানের গতি এবং নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ভূমিকা রাখবে। ইন্টারনেট ফাইবার অপটিকসের গতি হবে আরো দ্রুত।

মোটকথা, আলোর নতুন রূপটি ইন্টারনেট গতিতে নতুন এক সম্ভাবনার জগত উন্মুক্ত করবে।

একটি আলোক রশ্মির বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয় মূলত রঙ, তরঙ্গদৈর্ঘ্য আর কৌণিক ভরবেগ দিয়ে। আর এই কৌণিক ভরবেগ মাপা হয় প্লাংক ধ্রুবকের সঙ্গে সব সময় পূর্ণসংখ্যা গুণ করে। তবে বিজ্ঞানীরা এখন বলছেন এটা ভগ্নাংশও হতে পারে।

আলোর এই রূপটি সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত। তড়িচ্চুম্বকীয় বিকিরণ সম্পর্কে এটি প্রচলিত ধারণা বদলে দেবে।

এই গবেষণা ফল বিজ্ঞান জার্নাল সায়েন্স অ্যাডভান্সেস এ প্রকাশিত হয়েছে।

বাংলামেইল২৪ডটকম


শেয়ার করুন