আলেম সমাজকেই সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে হবে’

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের নেতারা বলেছেন, ‘জাতির এই ক্রান্তিকালে মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে রাজপথের সংগ্রামকে বেগবান করতে হবে।’
তাঁরা মনে করেন, জাতি এখন জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির আন্দোলনের দিকে তাকিয়ে আছেন, কখন তারা আবারও রাজপথ কাঁপিয়ে মহান আল্লাহর অপার করুণায় এই জালিম সরকারের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
বৃহস্পতিবার কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘আলেম সমাজই বৃটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। দেশের দুঃসময়ে এই আলেম সমাজকেই নেতৃত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘দেশে এখন ইসলাম বিরোধী শক্তির রাজত্ব চলছে। তৌহিদী জনতাকেই এই সরকারের পতনে ভূমিকা রাখতে হবে।’
আরেক অতিথি সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, ‘দেশের আলেম সমাজের প্রতি সাধারণ মানুষের আস্থা রয়েছে। তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেন। তাই আলেম সমাজকে এই দুঃসময়ে সেই ডাক দিতে হবে যার মধ্যদিয়ে সরকারের পতনঘন্টা বেজে উঠবে।’
সংগঠনের কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা হাফেজ নুরুল আলম আল মামুন, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মোহছেন শরীফ, জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি এডভোকেট শাইখুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও স্বেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিুজুর রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। তিনি বলেন, ‘বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল। আইন আল্লাহর, সরকার জনগণের, জমি কৃষকের, কারখানা শ্রমিকের- এই দর্শন সামনে রেখে এই সংগঠন দেশের প্রত্যন্ত জনপদে কাজ করছে। মাহে রমজানের চেতনায় উদ্দীপ্ত হয়ে তৌহিদী জনতাকে আলেম ওলামাদের নেতৃত্বাধীন এই সংগঠনের পতাকাতলে সমবেত হতে হবে।’
ইফতার মাহফিলের মূল আলোচনায় মাওলানা মোহছেন শরীফ বলেন, ‘দারুল উলুম দেওবন্দ ঈমানী আন্দোলনের সূতিকাগার। আল্লামা হোসাইন আহমদ মাদানীর (রহ.) মতো প্রখ্যাত আলেমদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামী তাহযীব তামাদ্দুনের বিকাশের মধ্যদিয়ে ওলামায়ে কেরামকে জনকল্যাণে অধিকতর ভূমিকা পালন করতে হবে।’
জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় ইফতার মাহফিলে ‘রমজান’ শিরোনামের স্বরচিত কবিতা আবৃত্তি করেন নেজামে ইসলাম পার্টি রামু শাখার উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ আলী।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মোরশেদুর রহমান, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার শহর সাধারণ সম্পাদক মাওলান খালেদ সাইফী, হেফাজতে ইসলাম কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সায়েম হোসেন চৌধুরী, শহর নেজামে ইসলাম পার্টির অর্থ সম্পাদক হাফেজ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল খাইর, নেজামে ইসলাম পার্টি নেতা মাওলানা হুমায়ূন কবির, মাওলানা জসিম উদ্দিন, সাবেক ইসলামী ছাত্রসমাজ নেতা হাফেজ সালেম, নূর মোহাম্মদ, হাফেজ দেলোয়ার হোসেন, জেলা ইসলামী ছাত্রসমাজের সহ-সভাপতি এম আলী আকবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হামিদ, শহর সভাপতি হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, রামু উপজেলা সমন্বয়কারি মোহাম্মদ দিদারুল আলম ও আবদুল করিম প্রমূখ।
পরে মোনাজাত পরিচালনা করেন অনুষ্টানের সভাপতি মাওলানা আ.হ.ম নূরুল কবির হিলালী।
(Visited 113 tim


শেয়ার করুন