আলেপ্পোয় এক সপ্তাহের সংঘর্ষে নিহত পাঁচ শতাধিক

 

দামেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়ে সপ্তাহকালের তুমুল সংঘর্ষে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের পাঁচ শতাধিক সদস্য নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল শনিবার আলেপ্পো সংঘাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।

সংঘাতে ঠিক কতজন নিহত হয়েছে এবং কোন পক্ষের কতজন নিহত হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

তবে সংস্থাটি বলছে, গত ৩১ জুলাই থেকে যারা নিহত হয়েছে, তাদের বেশির ভাগই বিদ্রোহী ও জিহাদি।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, গত রবিবার থেকে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের গোলায় অন্তত ১৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

আজ বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আলেপ্পোয় সরকারি বাহিনীর অবরোধ ভেঙে ফেলার দাবি করেছে বিদ্রোহীরা।

প্রসঙ্গত, সিরিয়ার সবচেয়ে বড় ও জনবহুল শহর আলেপ্পো। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শহরের নিয়ন্ত্রণ নিতে সরকার ও বিদ্রোহী যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি

 


শেয়ার করুন