আরো ৩৬টি রাফায়েল জঙ্গিবিমান কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

প্যারিস: প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের কাছ থেকে আরো ৩৬টি রাফায়েল জঙ্গিবিমান কেনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চীন ও পাকিস্তানের সাথে আকাশ প্রতিরক্ষায় পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে ভারত এ উদ্যোগ নিয়েছে।

ফ্রান্সে প্রথম রাষ্ট্রীয় সফরের প্রথম দিন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ‘আমি প্রেসিডেন্টকে উড্ডয়নরত অবস্থায় ৩৬টি রাফায়েল বিমান ভারতকে সরবরাহ করার আহ্বান জানিয়েছি।’

ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন নির্মিত এই বিমানের দাম পড়তে পারে ৪২৪ কোটি ডলার (প্রায় ৩৩ হাজার কোটি টাকা)।

মোদি জানান, এ ব্যাপারে আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে ভারত ২০০০ কোটি ডলার ব্যয়ে ১০৮টি রাফায়েল জঙ্গিবিমান কেনার ঘোষণা দিয়েছিল। তবে এগুলো ভারতের ব্যাঙ্গুলুরুতে অবস্থিত রাষ্ট্রায়ত্ব হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে সংযোজন করা হবে।

সূত্র জানায়, চলমান আলোচনা সফল হলে ভারত ১৪৪টি রাফায়েল জঙ্গিবিমান কিনবে।

এর আগে মিশর সরকার রাফায়েল বিমান কেনার জন্য চুক্তি করেছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি


শেয়ার করুন