কনসুলেটের অনুরোধে লোহাগড়ার

আবদুল কুদ্দুসকে বিমানরে টিকেট দিলেন মক্কা বঙ্গবন্ধু সৈনিকলীগ

202020মোহাং ইব্রাহিম, মক্কা ও জেদ্দা প্রতিনিধি :

মক্কায় কিং ফায়সেল প্রকাশ শিশা হসপিটালে ১ বছর তিন মাস ধরে কিডনি সমস্যায় ভুগছেন চট্রগামের লোহাগড়া থানার এম এম চর সিকদার পাড়ার গৌরস্থানের মৃত আবদু রহমানের ছেলে আবদুল কুদ্দুছ। তিনি ১০ বছর আগে ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে আসেন। এক বছর তিন মাস ধরে মক্কায় কিং ফায়সেল হসপিটালে কিডনি জনিত সমস্যায় ভুগছেন। বাংলাদেশ কনসুলেট অফিস জেদ্দার লেবার কনসুলারর রেজা রাব্বি জানান একসৌদি নাগরিক আবদুল কুদ্দুসকে বাংলাদেশ কনসুলেট জেদ্দাতে নিয়ে আসে,পরে তার সমস্যার জানতে পেরে তাকে কনসুলার ভিসা আজিজুর রহমানের কাছে পাঠান।তাৎক্ষনিক ভাবে কনসুলেটের ফাষ্ট সেক্রেটারী আজিজুর রহমানরে সহযোগীতায় আউট পাস ও ফিংগার প্রিন্ট দেওয়া হয়।পরে তাকে আবার কিং ফায়সেল হসপিটালে পাঠানো হয়।কনসুলার রেজা রাব্বি জানান ওমরাহ ভিসা নিয়ে সৌদিআরবে আসায় কনস্যুলেটের পক্ষ থেকে তাকে ফ্রি টিকে দিতে পারছেন না।গত ২৪ আগষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো: ইব্রাহিম জেদ্দায় গেলে তাকে আবদুল কুদ্দুসের বিষয়টি লেবার বনসুলার রেজা রাব্বি জানালে তিনি সাংগঠনিক ভাবে তাকে টিকেট দেবেন বলে জানান। পরে গত ২৮ আগষ্ট মক্কা মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো: ইব্রাহিম এর নেতৃত্বে সহ-সভাপতি ওসমান, সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন সহ-প্রচার মিজানুর রহমান,দপ্তর সম্পাদক ইমরান হোসেন রুবেল, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আবুল ফয়েজ জাফর, বাংলাভিশনের জেদ্দা প্রতিনিধি সোহেল রানার সহ ৭ সদস্যের নেতৃত্বে তাকে বাংলা বিমানের ২৯ তারিখের জেদ্দা টু চট্রগামের টিকেটটি বুজিয়ে দেওয়া হয়।আবদুল কুদ্দুছ টিকেট পেয়ে তার অনুভুতি জানান তিনি বাড়ীতে গিয়ে তার স্ত্রী ও সন্তানরে সামনে মরতে চান।তিনি হসপিটালের বন্ধি আর থাকতে চান না।তিনি সৈনিক লীগের নেতাদের ধন্যবাদ জানান


শেয়ার করুন