হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে

আত্মঘাতী গোলে জয় পেল টেকনাফ নাজির পাড়া সিটি

Teknaf Pic 18-01-2016নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
টেকনাফের হ্নীলায় আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’১৬ এর প্রথম রাউন্ডের ৩য় দিনের খেলায় হ্নীলা একাদশের আত্মঘাতী গোলে জয় ১-০ গোলে জয় পায় টেকনাফ টেকনাফ নাজির পাড়া সিটি ফুটবল একাদশ।
১৮ জানুয়ারী সোমবার বিকাল ৪টায় টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা টেকনাফ নাজিরপাডা নাফ সিটি ও হ্নীলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমর্ধ্বে উভয় দল গোল না পেলেও দ্বিতীয়ার্ধ্বের ১০ মিনিটে হ্নীলা একাদশের ৪ নম্বার জার্সিধারী খেলোয়াড় ইব্রাহীম মুন্নার আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে যায় টেকনাফ নাজিরপাডা নাফ সিটি একাদশ। হ্নীলা একাদশের খেলোয়াড়েরা থেমে থেমে আক্রমন করেও সমতা ফিরিয়ে আনতে পারেনি। খেলার শেষ বাঁশি বাজালে টেকনাফ নাজিরপাডা নাফ সিটি ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবুল কাশেম, সহকারী রেফারী রুস্তম, মাসুম ও ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন ফরহাদুজ্জান। খোলায় সেরা খেলোয়াড়েরা নির্বাচিত হন টেকনাফ নাজিরপাড়া সিটি একাদশের তৈয়ুব ও হ্নীলা একাদশের ইব্রাহীম। খেলা শেষে তাদের পুরুষ্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ছালেহ আহমদ মেম্বার। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, টুর্ণামেন্ট পরিচালনা আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন-আহবায়ক মাহাবুব মোর্শেদ, মৌলভী শাকের আহমদ, সদস্য সচিব মোস্তাক আহমদ সাকী ও যুবলীগ নেতা আবুল কালাম আলম প্রমূখ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদ ও হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন