আঙ্কারায় শান্তি সমাবেশে বিস্ফোরণে নিহত ৩০

122040_1সিটিএন ডেস্ক :

তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রস্থলে একটি শান্তি সমাবেশে দুটি বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার একটি ট্রেন স্টেশনের নিকটে ওই বিস্ফোরণ ঘটে। এর কারণ এখনো জানা যায়নি।

তুরস্কের দক্ষিণাঞ্চলে কুর্দি সন্ত্রাসীদের সাথে সরকারি বাহিনীর লড়াইয়ের প্রতিবাদে এ সমাবেশে ডাক দিয়েছিল কুর্দিপন্থী রাজনৈতিক দল এইচডিপি।

গণতন্ত্র এবং শান্তির দাবিতে স্থানীয় সময় বেলা ১২টায় সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল।

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কে কুর্দি সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়ে বহু লোককে হত্যা করেছে।

বিস্ফোরণ দুটি আত্মঘাতী হামলা কিনা তা তদন্ত করে দেখছে তুর্কি কর্তৃপক্ষ।

এইচডিপি পার্টির ট্যুইটে বহু লোক হতাহত হওয়ার কথা বলা হয়েছে, এছাড়া আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় পুলিশ লোকজনের উপর ‘হামলা’ করেছে বলে অভিযোগ করেছে দলটি।

স্থানীয় বাসিন্দা এমরে জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং বহু লোকের মৃতদেহ দেখেছেন। উত্তেজিত লোকজন পুলিশের গাড়ির উপর হামলার চেষ্টা করেছে বলেও জানান তিনি।

এর আগে জুনে দেশটির দিয়ারবাকির শহরে এইচডিপি পার্টির আরেকটি মিছিলেও বোমা হামলা চালানো হয়েছিল।

তুরস্কে আগামী মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: আলজাজিরা, বিবিসি


শেয়ার করুন