আইএস’র ভয়ে ইয়ারমুক থেকে পালিয়েছে কয়েকশ শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ইয়ারমুক শরণার্থী শিবির থেকে আইএস জঙ্গিদের ভয়ে পালিয়ে গেছে কয়েকশ শরণার্থী।

গণমাধ্যমে শরণার্থীরা জানায়, সিরীয় সেনাবাহিনী তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে। শরণার্থীদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি।

এদিকে, সিরিয়ায় শরণার্থী শিবিরে আইএস এর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এক বিবৃতিতে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে শরণার্থীদের নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন এবং তাদের আশা আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে।


শেয়ার করুন