অসহায়দের ঈদ সামগ্রী দিলেন সাতকানিয়া-লোহাগড়া সমিতি

শহর প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি কক্সবাজার।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের বড়বাজার পৌরসভা মার্কেটস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম।

তিনি বলেন, আমাদের চারপাশে অনেক হতদরিদ্র মানুষ আছে যারা সামান্য সহযোগিতা পায় না। দুস্থ, দরিদ্র, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আমরা কাজ করছি। সরকারের পাশাপাশি জনগণকেও মানবিক ও সমাজসেবা মূলক কাজ করা দরকার। তাহলে সমাজে সাম্যতা আসবে।

ফরিদুল আলম বলেন, সাতকানিয়া-লোহাগাড়া সমিতির কার্যক্রম যথেষ্ট প্রশংসনীয়। বিভিন্ন সংগঠন, সংস্থা তাদের অনুসরণ করতে পারে।

সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহামদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

তিনি বলেন, দেশের বিত্তবান লোকদের যে পরিমাণ জাকাত আসে তা সঠিকভাবে প্রদান করলে অল্প সময়ে দারিদ্র্য বিমোচন হবে।

সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুকের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক আবুল কাশেম, সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর ছিদ্দিকী, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, সহসভাপতি আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর, বড় বাজার জামে মসজিদের অর্থ সম্পাদক মাওলানা আবদুল গফুর।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক আবদুর রহমান।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানান ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ, সদস্য মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ লোকমান।

এ সময় বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা কলিম উল্লাহ, ব্যবসায়ী নেতা নুরুল আমিন, শাহ আলম, সিরাজুল ইসলাম, সাংবাদিক বলরাম দাশ অনুপমসহ সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন