অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করলো এপিবিএন

টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজার টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)রোহিঙ্গা শরনার্থী অপহৃত ব্যক্তি কবির আহাম্মদকে উদ্ধার করে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)এর অধিনায়ক(এসপি)মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, ১০ জুলাই রোহিঙ্গা কবির আহাম্মেদ প্রকাশ ধইল্যা(২৭), পিতা-সিরাত, ক্যাম্প-২৪ (লেদা), ব্লক- বি, রুম নং-২, এফসিএন- ২৫৮৮০২, থানা- টেকনাফ অপহৃত হয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একাধিক চৌকস টিম ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে সম্ভাব্য সকল স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে। এপিবিএনের আভিযানিক তৎপরতায় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১২ জুলাই অনুমান ২০:৩০ ঘটিকায় ভিকটিমকে লেদা ক্যাম্প এর পশ্চিমে পাহাড়ের পাদদেশে রেখে পালিয়ে যায়।

নয়াপাড়া এপিবিএনের অফিসার ও ফোর্স ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার পূর্বক তার পরিবারের নিকট হস্তান্তর করে।


শেয়ার করুন